পোষ্য সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উদ্বিগ্ন হয়ে সমাজমাধ্যমে জানিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। মার্জার পোষ্যের নাম বাঘা। পরমব্রত ও পিয়ার সমাজমাধ্যমে প্রায়ই সেই বাঘার ঝলক দেখা যায়। শুক্রবার রাত থেকে হঠাৎ সকলের চোখের আড়ালে চলে যায় সে। সারা বাড়ি খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না। পোষ্য সন্তানেরা হারিয়ে গেলে পোষ্যের বাবা-মা হিসেবে নানা রকমের নেতিবাচক চিন্তা মাথায় ঘুরপাক খেতে থাকে। সেই একই অবস্থা হয় পরম ও পিয়ার। তাই তড়িঘড়ি সমাজমাধ্যমের সাহায্য নেন তাঁরা। কিন্তু শনিবার সকাল হতেই স্বস্তির শ্বাস নেন দম্পতি।
পিয়া জানান, যোধপুর পার্কের বাড়ির মধ্যেই এক অদ্ভুত জায়গায় লুকিয়ে ছিল এক বছর বয়সি মার্জার সন্তান। তিনি বলেন, “সাধারণত বেড়ালরা ফিরে আসে। কিন্তু বাঘা তো একেবারেই বাড়ির বাইরে যায় না! কোনও কিছু চেনেও না ও। আমরা ভাবতেও পারিনি বাড়ির এমন অদ্ভুত জায়গায় ও লুকিয়ে থাকবে। সৌভাগ্যবশত সকালেই ওকে পাওয়া গিয়েছে।”

কোথায় ছিল বাঘা?
শুক্রবার রাতে উদ্বিগ্ন হয়ে পরমব্রত সমাজমাধ্যমে লিখেছিলেন, “আমাদের পোষ্য মার্জারকে আজ সন্ধেবেলা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যোধপুর পার্ক, লেক গার্ডেন্স, যাদবপুর থানা, ঢাকুরিয়া এলাকায় যদি ওকে দেখতে পান, ফোন করে জানান। মার্জারের বাবা-মায়েরাই জানেন, এই পরিস্থিতি কতটা যন্ত্রণাদায়ক। আপনাদের সকলের থেকে সাহায্য চাইছি।” পরমব্রতের এই পোস্ট মুহূর্তে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। নেটপাড়ার পোষ্যপ্রেমীরা সাহায্যের হাত বাড়িয়ে দেন। পশু সংক্রান্ত নানা গ্রুপে ভাগ করে নেওয়া হয় পরমের পোস্ট। তবে সকলেই এখন স্বস্তিতে, কারণ ছোট্ট বাঘাকে খুঁজে পাওয়া গিয়েছে।