মধ্যবিত্ত ঘরের রোগাপাতলা ছেলেটি দিল্লি থেকে বলিউডে এসেছিল মনে একরাশ স্বপ্ন নিয়ে। বলিউডের বাদশা হবে সে। তথাকথিত হিরোসুলভ চেহারা নয়, গায়েগতরে এমন কিছু পেশীও নেই যা দেখে ফের ঘুরে তাকানো যায় তাঁর দিকে। কপাল গড়িয়ে এলোমেলো চুল অশান্ত চোখ দু’টিকে প্রায় ঢেকে দিচ্ছে। তবে সে চোখে স্বপ্নের রেশ সব সময় জ্বলজ্বল করছে। সালটা ১৯৮৮। চুটিয়ে থিয়েটার করছে সে। তবে থিয়েটারে নয়, বড়পর্দা কাঁপানোই লক্ষ্য তাঁর। কিন্তু, সুযোগ কী অত সহজে আসে? শেষমেশ সুযোগ এল। তবে ছোটপর্দায়। ১৯৮৯ সালে বোকাবাক্সের ‘ফৌজি’ এক লহমায় জনপ্রিয়তার শিখরে নিয়ে গেল তাঁকে। নাম তাঁর শাহরুখ খান। ‘ফৌজি’ জনপ্রিয়তার হাত ধরেই অবশেষে বড়পর্দায় ঝাঁপ। ’৯২-এর প্রথম ছবি ‘দিওয়ানা’তেই নিজের উপস্থিতি জানান দিলেন শাহরুখ। ফিল্ম সুপার-ডুপার হিট। এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি। মাঝে কেটে গিয়েছে ৫০টা বছর। এখনও সমান তালে কাজে করে যাচ্ছেন তিনি। সে দিনের সেই রোগাপাতলা দিল্লির ছেলেটি আজ বলিউড বাদশা। দেশ ছাড়িয়ে বিদেশেও তাঁর জনপ্রিয়তায় জোয়ারে টালমাটাল বহু ফ্যান। এমন এক ফ্যান রাহুল আর্য সম্প্রতি তাঁর আইডলকে অভিনব এক শ্রদ্ধার্ঘ্য দিয়েছেন। স্যান্ড আর্টিস্ট রাহুল মাত্র ২০০ সেকেন্ডের ফ্রেমে ধরেছেন শাহরুখের জীবনকে। দিল্লিতে বড় হওয়া থেকে কলেজ, থিয়েটার আর সুপারহিট সিনেমার কোলাজে জীবন্ত হয়ে উঠেছে কিং খানের ৫০ বছরের সফরনামা। তা দেখে আপ্লুত দিলওয়ালে খান। রাহুলকে ধন্যবাদ দিয়ে টুইট করেছেন, “চোখের সামনে দিয়ে জীবন যখন এক লহমায় চলে যায়, তখন আরও পরিশ্রম করতে ইচ্ছে হয়। যেন মনে হয় এখনও অনেক কিছু করা বাকি।”
আরও পড়ুন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy