চরিত্রের লুকে বিদীপ্তা এবং অঞ্জনা।
রবি ঠাকুরের ‘শেষের কবিতা’ পড়েছেন? লাবণ্য, অমিত, কেতকী, শোভনলালকে যদি জেনে থাকেন, তা হলে ‘অবশেষের গল্প’ হয়তো আপনার চেনা লাগবে। অনঞ্জন মজুমদার এই শর্ট ফিল্মটি পরিচালনা করেছেন। যেখানে ‘শেষের কবিতা’র ২৫ বছরের পরের কাল্পনিক গল্পকে ফ্রেমবন্দি করেছেন।
চিত্রনাট্য অনুযায়ী, ২৫ বছর পরে দেখা হবে দুই দম্পতির। এই দীর্ঘ ব্যবধানে কতটা বদলেছে তাঁদের সম্পর্কের সমীকরণ? বন্ধুত্ব, প্রেম, ঈর্ষা— আগের মতোই কি বহমান? ট্র্যাজেডি, চ্যালেঞ্জ নিয়ে জীবন কি এগিয়ে যাবে? নাকি ফেলে আসা তিক্ততাকেই আঁকড়ে থাকবে চরিত্ররা?
পেশায় আইটি প্রফেশনাল অনঞ্জনের নেশা সিনেমা। এর আগেও দুটো শর্ট ফিল্ম তৈরি করেছেন তিনি। এই ছবির ‘লাবণ্য’ অঞ্জনা বসু। ‘কেতকী’ বিদীপ্তা চক্রবর্তী। ‘শোভনলাল’-এর ভূমিকায় দেখা যাবে বাদশা মৈত্রকে।
আরও পড়ুন, আমি সিঙ্গল, জীবনে কোনও ‘মিসম্যাচ’ নেই, বললেন র্যাচেল
(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy