ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরে স্নাতকোত্তর এবং পিএইচডি-র জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি-সহ ব্রোশিয়োর প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের একাধিক সেন্টার, স্কুল এবং বিভাগে বিভিন্ন বিষয় নিয়ে পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। কোর্সে ভর্তির আবেদন জানাতে হবে অনলাইনে। এর জন্য ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
প্রতিষ্ঠানে ২০২৫-’২৬ শিক্ষাবর্ষের জন্য জয়েন্ট এমটেক/ এমসিপি-পিএইচডি প্রোগ্রামের জন্য ভর্তি প্রক্রিয়া আয়োজন করা হচ্ছে। যেখানে এরোস্পেস, মেকানিক্যাল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিভিন্ন বিভাগ; মেটিরিয়ালস সায়েন্স, রাবার টেকনোলজি-র মতো নানা সেন্টার; ওয়াটার রিসোরসেস, মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনলজি-র মতো অন্য স্কুলে পড়ুয়ারা একাধিক বিষয় পড়ার সুযোগ পাবেন।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট কোর্সে আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি/ আর্কিটেকচার-এ ব্যাচেলর্স অথবা আর্টস/ সায়েন্সে-এর কোনও বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্য মাপকাঠি। তবে সব বিষয়ের জন্যই সংশ্লিষ্ট বিষয়গুলিতে গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট)-এ উত্তীর্ণ হতে হবে।
জয়েন্ট এমটেক/ এমসিপি প্রোগ্রামের দু’বছরে পড়ুয়াদের সাম্মানিক বাবদ মাসে ১২,৪০০ টাকা দেওয়া হবে। এর পর পিএইচডি-র প্রথম দু’বছরে মাসে ৩৭,০০০ টাকা এবং তার পরের তিন বছরে মাসে ৪২,০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে।
আরও পড়ুন:
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ যথাক্রমে ২৫০ এবং ৫০০ টাকা। আগামী ১৮ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর পড়ুয়াদের গেট-এ প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউ বা শুধু মাত্র গেট-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।