রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডে চাকরির সুযোগ। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। পদগুলিতে ইঞ্জিনিয়ারেরাই কাজের সুযোগ পাবেন। এর জন্য আগ্রহীদের থেকে শুধুমাত্র অফলাইনে আবেদন গ্রহণ করা হবে।
সংস্থায় নিয়োগ হবে সিনিয়র ওয়ার্কস ইঞ্জিনিয়ার/ এস অ্যান্ড টি পদে। মোট শূন্যপদ আটটি। নিযুক্তদের দেশের যে কোনও অঞ্চলে পোস্টিং দেওয়া হবে।
উক্ত পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৩৫ বছর। বয়সের ছাড় থাকবে সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৪০,০০০ টাকা। এ ছাড়াও মিলবে অন্যান্য সুযোগসুবিধা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, ন্যূনতম তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকাও জরুরি।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৫ মে আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও জানতে আগ্রহীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।