রাষ্ট্রায়ত্ত সংস্থা গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসইএল)-এ একাধিক পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। জানানো হয়েছে, সংস্থার বেশ কিছু পদে স্থায়ী ভাবে এবং বাকি পদগুলিতে নির্দিষ্ট মেয়াদের ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মীদের। আগ্রহীরা এর জন্য অনলাইন এবং অফলাইনে আবেদন করতে পারবেন। যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় যে সমস্ত স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হবে, সেগুলি হল— জেনারেল ম্যানেজার, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং জুনিয়র ম্যানেজার পদ। নির্দিষ্ট মেয়াদের যে পদগুলিতে নিয়োগ হবে, তার মধ্যে রয়েছে— প্রজেক্ট সুপারিন্টেডেন্ট, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ডেপুটি ম্যানেজার এবং জুনিয়র ম্যানেজার পদে। মোট শূন্যপদের সংখ্যা ৪০।
চুক্তিভিত্তিক পদগুলিতে তিন বছর কাজের সুযোগ মিলবে। এর পর শর্তসাপেক্ষে এই মেয়াদ আরও দু’বছর বাড়ানো হতে পারে। নিযুক্তদের পোস্টিং হবে কলকাতা, রাঁচি, কোচি-সহ অন্য শহরে।
আরও পড়ুন:
বিভিন্ন পদে আবেদনের জন্য বয়সের ভিন্ন ঊর্ধ্বসীমা রয়েছে। তবে প্রার্থীদের বয়স ২৮ থেকে ৫৪ বছরের মধ্যে হলে নানা পদে আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় রয়েছে। পদের ভিত্তিতে নিযুক্তদের বেতনক্রমও হবে আলাদা। যা শুরু হবে মাসে ৩০,০০০-১,২০,০০০ টাকা থেকে। অন্য পদে সর্বোচ্চ বেতনক্রম ১,০০,০০০-২,৬০,০০০ টাকা পর্যন্ত।
সমস্ত পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার ভিন্ন ভিন্ন মাপকাঠি স্থির করা হয়েছে। যা বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
শুধু মাত্র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। বাকি পদগুলিতে নিয়োগের যোগ্যতা যাচাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
আরও পড়ুন:
আগ্রহীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ ৫৯০ টাকা জমা দিতে হবে। এর পর আবেদনপত্র-সহ সমস্ত নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতেও পাঠাতে হবে। অনলাইন এবং অফলাইনে আবেদনের এবং নথি পাঠানোর শেষ দিন যথাক্রমে আগামী ২৬ এপ্রিল এবং ২ মে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।