জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)। ছবি: সংগৃহীত।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে কর্মখালি। জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে স্কুল অফ ফিজ়িক্যাল সায়েন্সেস-এর গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। এই মর্মে সদ্যই একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রকল্পে স্কিম ফর ট্রান্সফর্মেশনাল অ্যান্ড অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (স্টারস) আর্থিক অনুদান দেবে। শূন্যপদ একটি।
জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে ‘ডেভেলপমেন্ট অফ রেডিয়েশন রেসিস্ট্যান্ট হাই এন্ট্রোপি অ্যালয়স ফর এনার্জি অ্যাপ্লিকেশন’ শীর্ষক প্রকল্পে কাজ করতে হবে। তাই পদপ্রার্থীদের পদার্থবিদ্যায় স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে। পাশাপাশি, তাঁদের সিএসআইআর-ইউজিসি জেআরএফ/নেট উত্তীর্ণ হতে হবে। তবে গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট ফর ইঞ্জিনিয়ারিং (গেট) উত্তীর্ণ হলেও আবেদনের সুযোগ থাকবে।
অনূর্ধ্ব ২৮ বছর বয়সি ব্যক্তিকে সংশ্লিষ্ট কাজে বেছে নেওয়া হবে। মাসে পারিশ্রমিক ৩৭ হাজার টাকা। কাজের জন্য মোট তিন বছরের চুক্তিতে বহাল থাকতে হবে। তবে ওই মেয়াদ পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।
ইমেল মারফত আবেদনকারীরা জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি জমা দিতে পারবেন। আবেদন ১৬ অগস্টের আগে পাঠাতে হবে। এর পর বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। আরও তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy