ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতায় কর্মখালি। প্রতিষ্ঠানের সেন্টার ফর ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ়ের গবেষণা প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট প্রয়োজন। শূন্যপদ একটি।
ন্যাচরাল, এগ্রিকালচারাল সায়েন্সেস, ভেটেরিনারি সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা সংশ্লিষ্ট পদের জন্য আবেদনের সুযোগ পাবেন। তবে, বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিং শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী ব্যক্তিরাও সরাসরি ইন্টারভিউ দিতে আসতে পারবেন। প্রার্থীদের অ্যানালিটিক্য়াল কেমিস্ট্রি নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
নিযুক্তদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৩১,০০০ টাকা দেওয়া হবে। চুক্তির মেয়াদ এক বছরের। সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক।
আবেদনকারীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে ৩১ মার্চ। এর জন্য আলাদা করে আবেদনপত্র পাঠানোর প্রয়োজন নেই। সরাসরি আগ্রহীরা প্রতিষ্ঠানের নদিয়ার দফতরে উপস্থিত থাকতে পারেন। কোন কোন নথি সঙ্গে রাখা প্রয়োজন, সেই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।