বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরাসরি জমা দিতে হবে আবেদনপত্র।
অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। একটি শূন্যপদ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাঠ ভবনের তরফে এই নিয়োগ করা হবে। প্রতি মাসে ১২ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। জাপানি ভাষা পড়াতে হবে। তার জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জাপানি ভাষায় স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
আগ্রহীরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘কেরিয়ার’ বিভাগে গেলে বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ মার্চ। এই সংক্রান্ত তথ্য এবং শর্তাবলি বিশদ জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।