Advertisement
০৫ নভেম্বর ২০২৪
IIMC New Delhi Recruitment 2023

কেন্দ্রীয় সংস্থায় প্রোগ্রাম প্রেজেন্টার পদে নিয়োগ, জেনে নিন আবেদনের শর্তাবলি

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশনের ক্যাম্পাস রেডিয়ো স্টেশনের জন্য প্রয়োজন প্রোগ্রাম প্রেজেন্টার। বেতন মাসে ৩০ হাজার টাকা।

IIMC Delhi

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন, নয়া দিল্লি। ছবি: সংগৃহীত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৩ ১২:৩৬
Share: Save:

গণজ্ঞাপনে স্নাতকোত্তীর্ণদের জন্য রয়েছে কাজের সুযোগ। কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশনের ক্যাম্পাসের কমিউনিটি রেডিয়ো স্টেশনের জন্য প্রয়োজন এমন প্রার্থী। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্টপদে আবেদনের জন্য শর্তাবলি প্রকাশিত হয়েছে।

কোন পদে প্রয়োজন প্রার্থী?

শিক্ষা প্রতিষ্ঠানের কমিউনিটি রেডিয়ো ‘আপনা রেডিয়ো ৯৬.৯ এফএম’-এর জন্য প্রয়োজন প্রোগ্রাম প্রেজেন্টার।

শিক্ষাগত যোগ্যতা:

এই পদে গণজ্ঞাপন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তীর্ণ পড়ুয়ারা আবেদন করতে পারবেন। প্রার্থীদের কমিউনিটি রেডিয়োয় কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে।

অভিজ্ঞতা এবং দক্ষতা:

  • তিন বছর কোনও সম্প্রচার মাধ্যমে প্রোডিউসার/ প্রেজেন্টার/ প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট/ ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট পদে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
  • কথা বলায় দক্ষতা থাকা চাই। এর পাশাপাশি, কন্ঠস্বর সাবলীল এবং সুন্দর হওয়া প্রয়োজন।
  • প্রোগ্রাম সম্পাদনা এবং সম্প্রচারের কাজ জানলে ভাল।
  • হিন্দি ভাষায় সাবলীল ভাবে লিখতে এবং বলতে জানা চাই।

কাজের ধরন:

চুক্তির ভিত্তিতে ছয় মাস কাজ করতে পারবেন নির্বাচিত প্রার্থী। পরবর্তী কালে প্রার্থীর কাজের নিরিখে পদোন্নতি হতে পারে। অনলাইনেই প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।

বয়স:

অনূর্ধ্ব ৪০ বছর বয়সি প্রার্থী আবেদন করতে পারবেন।

বেতন:

মাসে ৩০ হাজার টাকা আয়ের সুযোগ পাবেন নির্বাচিত প্রার্থী।

আগ্রহী ব্যক্তিরা মেলের মাধ্যমে জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি পাঠাতে পারবেন। আবেদন পাঠানোর শেষ দিন ১০ জুলাই, ২০২৩। নিয়োগ সংক্রান্ত আরও তথ্যের জন্য প্রার্থীদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশনের ওয়েবসাইট দেখে নিতে হবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE