কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট (সিএনসিআই)-এ কাজের সুযোগ। হাসপাতালের জন্য কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্ট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)। বুধবার এই মর্মে বেসিল-এর ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, হাসপাতালের বিভিন্ন বিভাগে বিবিধ পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। এর জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তাঁদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
সিএনসিআই-এর হেল্প ডেস্ক, পেডিয়াট্রিক আইসিইউ এবং আইটি বিভাগের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে সোশ্যাল ওয়ার্কার, পিকু টেকনিশিয়ান, নেটওয়ার্ক সাপোর্ট এগজ়িকিউটিভ এবং জুনিয়র হিন্দি টাইপিস্ট পদে। মোট শূন্যপদ চারটি।
সোশ্যাল ওয়ার্কার, পিকু টেকনিশিয়ান, নেটওয়ার্ক সাপোর্ট এগজ়িকিউটিভ এবং জুনিয়র হিন্দি টাইপিস্ট পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে যথাক্রমে ২৪,০০০ টাকা, ২৫,০০০ টাকা, ৩০,০০০ টাকা এবং ২০,০০০ টাকা।
আরও পড়ুন:
জুনিয়র হিন্দি টাইপিস্ট পদে আবেদন জানাতে প্রার্থীদের দ্বাদশের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর। পাশাপাশি, তাঁদের মিনিটে ৩০টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতাও থাকতে হবে। একই ভাবে বাকি পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে।
আগামী ১৬ এপ্রিল হাসপাতালের নিউটাউন ক্যাম্পাসে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে সেখানে উপস্থিত থাকতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ ২৯৫ টাকার ডিমান্ড ড্রাফটও সঙ্গে রাখতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে প্রার্থীদের।