শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-তে শিক্ষকতার সুযোগ। সম্প্রতি এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে। অনলাইন এবং অফলাইন—উভয় মাধ্যমেই জমা নেওয়া হবে আবেদনপত্র। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
প্রতিষ্ঠানে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড-১ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড-২ পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ৪৭। নিযুক্তদের ইঞ্জিনিয়ারিং, সায়েন্স এবং হিউম্যানিটিজ় ও সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির বিভিন্ন বিভাগে কাজের সুযোগ মিলবে।
প্রতি পদে আবেদনের জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে। যা বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে। পদ অনুযায়ী, নিযুক্তদের সপ্তম বেতন কমিশনের বিভিন্ন স্কেল মেনে পারিশ্রমিক দেওয়া হবে।
আরও পড়ুন:
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ৬০০ টাকা এবং ১২০০ টাকা। এর পর আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতেও ডাকযোগে পাঠাতে হবে। এই বিষয়ে বাকি তথ্য বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।