নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী ভাবে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হবে ট্রেনি অ্যান্ড প্লেসমেন্ট অফিসার পদে। শূন্যপদ একটি। প্রাথমিক ভাবে এই পদে এক বছর চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে। এর পর তাঁর কাজের দক্ষতার ভিত্তিতে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৭৫,০০০ টাকা।
আরও পড়ুন:
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, ন্যূনতম সাত বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্য় মাপকাঠি।
আগ্রহীদের এর জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ যথাক্রমে ৫০০ টাকা এবং ১০০০ টাকা। আবেদনের শেষ দিন আগামী ১০ এপ্রিল। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।