রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সংস্থার তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন জানাতে হবে অনলাইনে।
সংস্থায় নিয়োগ হবে ডেপুটি ম্যানেজার (কি অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট এবং মার্কেটিং), সিনিয়র ম্যানেজার (ব্র্যান্ড এবং অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স) এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (রেল অপারেশন্স এবং কালেকশন্স) পদে। মোট শূন্যপদ ছ’টি। শুধুমাত্র ডেপুটি ম্যানেজার (কি অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট) পদে নিযুক্ত ব্যক্তিকে চুক্তির ভিত্তিতে তিন বছরের জন্য নিয়োগ করা হবে। বাকি পদে নিযুক্তদের কাজের মেয়াদ সম্পর্কে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন:
বিভিন্ন পদে নিযুক্তদের পোস্টিং হবে কলকাতা, দিল্লি, সিলভাসা-সহ অন্য শহরে। শিক্ষাগত যোগ্যতা এবং পদমর্যাদার উপর নির্ভর করে আবেদনকারীদের বয়স হতে হবে ২৭/ ৩০/ ৩২/ ৩৫/ ৪০ বছরের মধ্যে। পদের ভিত্তিতে নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৪০,০০০-১,৪০,০০০ টাকা, ৫০,০০০-১,৬০,০০০ টাকা এবং ৭০,০০০-২,০০,০০০ টাকা।
ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) পদে আবেদন জানাতে চাকরিপ্রার্থীদের ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনও বিষয়ে স্নাতক/ এমবিএ ডিগ্রি/ ম্যানেজেমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। প্রয়োজন পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতাও। এ ছাড়াও অন্যান্য পদের জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। ১৮ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটটি দেখতে পারেন।