কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক অধীনস্থ ন্যাশনাল বুক ট্রাস্ট-এ চাকরি সুযোগ। সম্প্রতি তাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
তরুণ পেশাদার (ইয়ং প্রফেশনাল) এবং মার্কেটিং এগজ়িকিউটিভ নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে তিন জনকে নিয়োগ করা হবে। তরুণ পেশাদার পদে আবেদনের জন্য যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে। অথবা মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। কর্পোরেট কমিনিকেশন/ প্রজেক্ট ম্যানেজমেন্ট বিভাগে অন্তত এক থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। ৫০ থেকে ৭০ হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। মার্কেটিং এগজ়িকিউটিভ পদে আবেদনের জন্য স্নাতক যোগ্যতার পাশাপাশি কর্পোরেট কমিউনিকেশন বিভাগে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। ৪০ থেকে ৫০ হাজার টাকা বেতন দেওয়া হবে মাসে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
ন্যাশনাল বুক ট্রাস্ট-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ৫ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ন্যাশনাল বুক ট্রাস্ট-এর ওয়েবসাইট দেখুন।