বিভিন্ন নামী প্রতিষ্ঠানেই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের মতো যুগোপযোগী বিষয় পড়ানো হয়। কোথাও ডিগ্রি কোর্স আবার কোথাও ডিপ্লোমা। তবে সে সবই প্রচলিত মাধ্যমের অফলাইন কোর্স। এ বার সংশ্লিষ্ট বিষয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, মুম্বইয়ের তরফে পড়ানো হবে একটি অনলাইন কোর্স। যার জন্য আবেদন প্রক্রিয়াও সম্পন্ন হবে অনলাইনে।
চলতি বছর থেকেই আইআইটি মুম্বইয়ের তরফে শুরু হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ের অনলাইন কোর্স চালু করা হচ্ছে। এটি একটি ই-পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (ইপিজিডি) কোর্স। চাকরি ক্ষেত্রে এই বিষয়ে কাজের দক্ষতা কী ভাবে বাড়ানো যায়, সে দিকটি মাথায় রেখেই কোর্সের পাঠ্যক্রম সাজানো হয়েছে।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের এই ইপিজিডি প্রোগ্রামটি স্বল্পমেয়াদি। চলবে এক বছর ধরে। কোর্সের ক্লাস শুরু আগামী জুন মাসে। ক্লাস করাবেন প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষকরা। প্রতি সপ্তাহে অনলাইন ‘লাইভ সেশন’-এর মাধ্যমে ক্লাসের আয়োজন করা হবে। পড়ানো হবে অ্যাডভান্সড প্রোগ্রামিং, কম্পিউটিং সিস্টেমস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিংয়ের মতো নানা বিষয়। কোর্সটি সর্বাধিক ৩৬টি ক্রেডিট সংগ্রহ করতে পারবেন পড়ুয়ারা।
আরও পড়ুন:
আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি/ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স/ ডেটা সায়েন্স/ ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিংয়ের মতো বিষয়ে বিই/ বিটেক/ বিএস/ এমএসসি ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও অন্যান্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা সংশ্লিষ্ট কোর্সে আবেদন করতে পারবেন। শুধু বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠরতরা নন, পেশাদাররাও কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন।
কোর্সটি যথাযথ ভাবে শেষ করতে পারলে প্রতিষ্ঠানে তাঁদের জন্য সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে শংসাপত্র বিতরণ করা হবে। মিলবে প্রাক্তনীর তকমাও।
আগ্রহীদের এর জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।