জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় কাজের সুযোগ। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুনিয়র রিসার্চ ফেলো, সিনিয়র রিসার্চ ফেলো, প্রজেক্ট সায়েন্টিস্ট, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার কাম মাল্টি টাস্ক অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৪২।
জুনিয়র রিসার্চ ফেলো এবং সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে মেরিন বায়োলজি, এনভায়রনমেন্টাল স্টাডিজ়, জ়ুলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তাঁদের ইউজিসি নেট উত্তীর্ণ হওয়া আবশ্যক। জুনিয়র রিসার্চ ফেলোকে প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৩৭ হাজার টাকা এবং সিনিয়র রিসার্চ ফেলোকে ৪২ হাজার টাকা দেওয়া হবে। জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে আবেদনকারীদের বয়স ২৮ বছর এবং সিনিয়র রিসার্চ ফেলোর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
প্রজেক্ট সায়েন্টিস্ট পদে মেরিন বায়োলজি, ইকোলজি, কনজ়ারভেশন বায়োলজি বিষয়ের মধ্যে যে কোনও একটিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তাঁদের জন্য প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৬৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে যে কোনও বিষয়ে স্নাতক এবং ড্রাইভার কাম মাল্টি টাস্ক অ্যাসিস্ট্যান্ট পদে দশম উত্তীর্ণ ব্যক্তিদের নিয়োগ করা হবে। অনূর্ধ্ব ৩০ বছর বয়সিরা সংশ্লিষ্ট পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। তাঁদের প্রতি মাসে ১৮ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা বেতন হিসাবে দেওয়া হবে।
আগ্রহীদের একটি ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া দরকার। তাতে দেওয়া নির্দেশিকা মোতাবেক আবেদনপত্র তৈরি করে, সমস্ত আনুষঙ্গিক নথি সমেত ইমেল বা ডাকযোগে জমা দিতে হবে। আবেদন ৫ এপ্রিলের মধ্যে পাঠাতে হবে। এই বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নজর রাখুন।