কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পাঠরত পড়ুয়ারা পাবেন ইন্টার্নশিপের সুযোগ। এমন প্রার্থীদের প্রশিক্ষণের জন্য ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ’, কলকাতার তরফে সামার ইন্টার্নশিপ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ চার থেকে ছ’সপ্তাহের মধ্যে সম্পূর্ণ হবে। প্রশিক্ষণ শেষে শংসাপত্র মিলবে।
প্রতিষ্ঠানের সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল এডুকেশন এবং ম্যানেজমেন্ট বিভাগের অধীনে প্রশিক্ষণ চলবে। তাই উল্লিখিত বিষয়ে স্নাতক স্তরের তৃতীয় বর্ষে এবং স্নাতকোত্তর স্তরে দ্বিতীয় বর্ষে পাঠরত পড়ুয়ারা সংশ্লিষ্ট ইন্টার্নশিপে অংশগ্রহণের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
রোবোটিক্স বেসড সিস্টেম, এডুকেশন টেকনোলজি, পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিং, এনার্জি ম্যানেজমেন্ট, ডিপ লার্নিং, বায়ো মেডিক্যাল ইমেজ প্রসেসিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিভিন্ন বিষয় শেখানো হবে। থিয়োরি ভিত্তিক পড়াশোনার সঙ্গে প্রশিক্ষণও চলবে।
ইন্টার্নশিপ করতে আগ্রহীদের জন্য ২ থেকে ৩ হাজার টাকা ফি হিসাবে ধার্য করা হয়েছে। অনলাইনে ওই ফি এবং আবেদন ৮ মে পর্যন্ত গ্রহণ করা হবে। কী ভাবে আবেদন করতে হবে, কী ভাবে যোগ্যতা যাচাই করা হবে, এই সংক্রান্ত বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।