শিক্ষকতার সুযোগ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের আবেদন জানাতে হবে অনলাইনে। সম্প্রতি শুরু হয়েছে সেই প্রক্রিয়াও।
বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হবে গেস্ট টিচার বা অতিথি শিক্ষক পদে। বিজ্ঞপ্তিতে শূন্যপদের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। নিযুক্তদের বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি, ভূগোল, আইন, গণিত, পদার্থবিদ্যা, ফিজ়িওলজি, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, সেরিকালচার এবং প্রাণিবিদ্যা বিভাগে শিক্ষকতার সুযোগ মিলবে।
প্রাথমিক ভাবে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে ছ’মাস। এর পর তাঁদের কাজের দক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে। বিশ্ববিদ্যালয় নির্ধারিত নিয়ম মেনেই তাঁদের প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে।
আরও পড়ুন:
অতিথি শিক্ষক পদে আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিতদের জন্য নম্বরের ছাড় থাকবে। পাশাপাশি, সংশ্লিষ্ট বিষয়গুলিতে নেট/ সেট-এর মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষাতেও উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত তথ্য পূরণ করে আবেদন জানাতে হবে। আগামী ১৫ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।