সৌম্য বিশ্বাস।
নির্বাচন কমিশনে তৃণমূলের লোক রয়েছে। কমিশনের সব গোপন সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল নেতৃত্বকে। শনিবার এমনই মারাত্মক অভিযোগ তুলল বিজেপি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের অফিসার অন স্পেশ্যাল ডিউটি (ওএসডি) সৌম্য বিশ্বাসকে অবিলম্বে অপসারণের দাবি তোলা হল বিজেপির তরফে।
বিজেপির তরফে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের রাজ্য দফতরে গিয়ে এ দিন সৌম্য বিশ্বাসের নামে এ দিন অভিযোগ জানিয়েছে। দিল্লির নির্বাচন সদনেও একই অভিযোগ জানানো হচ্ছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের ওএসডি সৌম্য বিশ্বাস তৃণমূলপন্থী কর্মচারী সংগঠনের নেতা। তিনিই কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত এবং নানা তথ্য গোপন তথ্য শাসক দলকে পাচার করছেন বলে বিজেপির দাবি। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার জানান, আগেই সৌম্য বিশ্বাসের নামে অভিযোগ জানানো হয়েছিল। কমিশনের তরফে তখন জানানো হয়, নির্বাচনের কাজে কোনও ভাবেই রাখা হবে না সৌম্য বিশ্বাসকে। কমিশনের এই আশ্বাস সত্ত্বেও মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীলকুমার গুপ্তর সাংবাদিক বৈঠকের সময় তাঁর সঙ্গে দেখা গিয়েছে সৌম্য বিশ্বাসকে।
আরও পড়ুন:
লুঠের ছক ভেস্তে দিতেই শেষ বেলায় বদলির অঙ্ক
বিজেপি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। জয়প্রকাশবাবুর দাবি, নির্বাচনের কাজ থেকে সৌম্য বিশ্বাসকে দূরে রাখার আশ্বাস দেওয়া হলেও, বাস্তবে তা হচ্ছে না। সৌম্য বিশ্বাস কমিশনের সব সিদ্ধান্তের কথা তৃণমূলকে আগেভাগে জানিয়ে দিচ্ছেন বলেও বিজেপির দাবি।
সৌম্য বিশ্বাস নিজে অবশ্য তাঁর অপসারণের দাবি প্রসঙ্গে মুখ খুলতে রাজি হননি। তিনি বলেন, ‘‘এই বিষয়ে যা বলা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। আর কিছুই বলব না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy