গ্রাফিক: শৌভিক দেবনাথ।
আর রাষ্ট্রপতি ভবন নয়। অষ্টাদশ লোকসভা ভোটে এনডিএ জিতলে নয়াদিল্লির কর্তব্যপথে দাঁড়িয়ে তৃতীয় বার প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বিজেপির একটি সূত্রে এ খবর জানা গিয়েছে।
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ২০২২ সালে রাইসিনা হিলসের রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত বিস্তৃত সড়ক ‘রাজপথ’-এর নাম বদলে ‘কর্তব্য পথ’ করেছিলেন মোদী। আগামী ৯ জুন সেখানে খোলা মঞ্চে তিনি তৃতীয় বার প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন বলে বিজেপির ওই সূত্র জানিয়েছে।
২০১৪ সালের লোকসভা ভোটে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর বিপুল জয়ের পরে রাষ্ট্রপতি ভবনের সামনের উঠোনে বিপুল সংখ্যক আমন্ত্রিতের সামনে শপথ নিয়েছিলেন মোদী। ২৬ মে তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ২০১৯ সালের ৩০ মে দ্বিতীয় বার দেশের প্রধানমন্ত্রী হিসাবে ওই স্থানেই তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে মোদী শপথবাক্য পাঠ করেছিলেন।
প্রধানমন্ত্রী পদে মোদীর পূর্বসূরি মনমোহন সিংহ রাষ্ট্রপতি ভবনের অশোক হলে শপথ নিয়েছিলেন। বস্তুত, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু থেকে শুরু করে অনেক প্রধানমন্ত্রীরই শপথ অনুষ্ঠানের সাক্ষী রাষ্ট্রপতি ভবনের মূল গম্বুজের নীচের অশোক হল। সেই প্রথা ভেঙে চন্দ্রশেখর ১৯৯০ সালে রাষ্ট্রপতি ভবনের উঠোনে শপথ নিয়েছিলেন। অটলবিহারী বাজপেয়ীও শপথ নেন ওই স্থানে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy