তৃণমূলের দেওয়া ‘মানি ব্যাগ’ দেখাচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। — নিজস্ব চিত্র।
মহিলাদের ‘মানি ব্যাগ’ বিলি করছে তৃণমূল। রবিবার একটি ছোট ব্যাগ দেখিয়ে এমনই অভিযোগ করলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। লকেটের সন্দেহ, শুধু ‘মানি ব্যাগ’ই নয়, ব্যাগের ভিতরে টাকাও ছিল। যদিও, যাঁর কাছ থেকে ওই ‘মানি ব্যাগ’টি লকেট পেয়েছেন, তাঁকে ব্যাগের ভিতরে কিছু ছিল কি না, সেই প্রশ্ন করেননি বলে জানান হুগলির বিদায়ী সাংসদ। নির্বাচন কমিশনেও এ নিয়ে অভিযোগ জানিয়েছে বিজেপি। অভিযোগ উড়িয়ে তৃণমূলের পাল্টা দাবি, লকেটই টাকা দিয়ে ভোট কেনায় অভ্যস্ত।
হুগলি কেন্দ্রে এ বার কঠিন লড়াই। লকেট এবং রচনা বন্দ্যোপাধ্যায়— একদা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সতীর্থই পরস্পর প্রতিদ্বন্দ্বিতায়। আর পাঁচটা কেন্দ্রের মতো অবশ্য হুগলিতে দুই প্রার্থীর একে অপরকে তীক্ষ্ণ আক্রমণ শানানো নেই। তবে, দু’দলের অভিযোগ, পাল্টা অভিযোগের তরজা রয়েছে বহাল তবিয়তেই। সেই তালিকাতেই নবতম সংযোজন, ‘মানি ব্যাগ’। রবিবার হুগলির জেলা বিজেপির পার্টি অফিসে বসে লকেট অভিযোগ করেন, সিঙ্গুর, হরিপালের মতো বিভিন্ন জায়গায় মহিলাদের ‘মানি ব্যাগ’ উপহার দিচ্ছে তৃণমূল। লকেটের মতে, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। এখানেই শেষ নয়, লকেটের সন্দেহ, ওই মানি ব্যাগের ভিতর নগদ টাকা ভরে মহিলাদের ভোট কেনার অপচেষ্টা করতে পারে তৃণমূল। তিনি বলেন, ‘‘তৃণমূলের তরফ থেকে মহিলাদের মানি ব্যাগ সরবরাহ করা হচ্ছে। মানি ব্যাগের মধ্যে কী আছে, সেটাই প্রশ্ন। কী থাকতে পারে? যে সব মহিলা তৃণমূলকে পছন্দ করেন না, তাঁদের বাড়িতে বাড়িতে রাতে দরজার সামনে ফেলে দিয়ে আসা হচ্ছে। এটা কিন্তু নির্বাচনী বিধিভঙ্গ। আমরা তীব্র বিরোধিতা করছি। মানুষকে প্রভাবিত করার জন্য তৃণমূল টাকা দিয়ে ভোট কিনতে চাইছে। টাকার খেলা শুরু হয়ে গিয়েছে।’’
কিন্তু মানি ব্যাগে যে টাকাই আছে, তা নিয়ে নিশ্চিত হচ্ছেন কী করে? জবাবে হুগলির বিদায়ী সাংসদ বলেন, ‘‘কে বলতে পারবে যে, মানি ব্যাগে কী ছিল! আমাকে তো বাড়িতে দিয়ে যায়নি। আমি এটা জোগাড় করেছি। নাম বলব না। তা হলে হয়তো তাঁর বাড়িতে গিয়ে অত্যাচার হতে পারে। যিনি এই ব্যাগটি দিয়েছেন তাঁর সঙ্গে টাকাপয়সা নিয়ে কথা বলিনি। ব্যাগে কী আছে, না আছে, সেটা নিয়ে কথা বলিনি। কিন্তু আমার প্রশ্ন হল, ব্যাগের মধ্যে কী থাকবে?’’
লকেট জানান, কমিশনকে এ নিয়ে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত পদক্ষেপ না করা হলে কলকাতায় গিয়ে সিইও অফিসে অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছেন বিজেপি প্রার্থী। এ নিয়ে অবশ্য বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলায় তৃণমূলের চেয়ারপার্সন তথা ধনেখালির বিধায়ক অসীমা পাত্র বলেন, ‘‘লকেট চট্টোপাধ্যায় নিজেই ‘মানি’ দিয়ে ভোট কেনেন! ২০১৯ সালে কোটি কোটি টাকা খরচ করেছিলেন। এ বার ২০২৪ সালেও ছেলেদের টাকা দিয়ে ভোট কিনছেন। শুনে রাখুন, ভোট কেনার জন্য জনগণকে টাকা দিতে হয় না তৃণমূলের। জনগণ উন্নয়নের নিরিখে ভোট দেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেন। বিজেপি নেতাদের গাড়ি থেকে বান্ডিল বান্ডিল টাকা পাওয়া যাচ্ছে। মহারাষ্ট্রে বিধায়ক কিনে সরকার গড়েছিল বিজেপি, ভুলে গেলেন?’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy