ভোট পরবর্তী হিংসা এখনও অব্যাহত মালদহে। শুক্রবার মানিকচকের লস্বরপুর গ্রামে সিপিএম ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনায় গুরুতর জখম অবস্থায় সাত তৃণমূল কর্মীকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, এ দিন সকালে ভোটের ফলাফল নিয়ে কয়েক জন গ্রামবাসীর মধ্যে তর্ক শুরু হয়। সেখান থেকে বচসা এবং শেষে হাতাহাতি শুরু হয়। হাঁসুয়া, লাঠি নিয়ে তৃণমূল সমর্থকদের উপর সিপিএম কর্মীরা চড়াও হন বলে অভিযোগ। দু’পক্ষের সংঘর্ষে জখম হন সাত তৃণমূল সমর্থক। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা প্রসঙ্গে এ দিন রাজ্যের মন্ত্রী সাবিত্রী মিত্র বলেন, ‘‘নির্বাচনে হার নিশ্চিত জেনে সিপিএমই সন্ত্রাস চালানোর চেষ্টা করছে। আমরা কিছুই করিনি তা সত্ত্বেও আমাদের কর্মীদের বেধড়ক মারধর করা হয়েছে।’’ অন্য দিকে, এই অভিযোগ অস্বীকার করে সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, ‘‘এই ঘটনা একান্তই গ্রামের নিজস্ব ব্যাপার। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy