Advertisement
০২ নভেম্বর ২০২৪

মালদহে সিপিএম-তৃণমূল সংঘর্ষে আহত ৭

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৪ ১৪:৩০
Share: Save:

ভোট পরবর্তী হিংসা এখনও অব্যাহত মালদহে। শুক্রবার মানিকচকের লস্বরপুর গ্রামে সিপিএম ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনায় গুরুতর জখম অবস্থায় সাত তৃণমূল কর্মীকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, এ দিন সকালে ভোটের ফলাফল নিয়ে কয়েক জন গ্রামবাসীর মধ্যে তর্ক শুরু হয়। সেখান থেকে বচসা এবং শেষে হাতাহাতি শুরু হয়। হাঁসুয়া, লাঠি নিয়ে তৃণমূল সমর্থকদের উপর সিপিএম কর্মীরা চড়াও হন বলে অভিযোগ। দু’পক্ষের সংঘর্ষে জখম হন সাত তৃণমূল সমর্থক। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা প্রসঙ্গে এ দিন রাজ্যের মন্ত্রী সাবিত্রী মিত্র বলেন, ‘‘নির্বাচনে হার নিশ্চিত জেনে সিপিএমই সন্ত্রাস চালানোর চেষ্টা করছে। আমরা কিছুই করিনি তা সত্ত্বেও আমাদের কর্মীদের বেধড়ক মারধর করা হয়েছে।’’ অন্য দিকে, এই অভিযোগ অস্বীকার করে সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, ‘‘এই ঘটনা একান্তই গ্রামের নিজস্ব ব্যাপার। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।’’

অন্য বিষয়গুলি:

maldah clash cpm trinomool
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE