মৃত্যু হল পার্ক-স্ট্রিট কাণ্ডে নির্যাতিতা মহিলার। শুক্রবার ভোরে কলকাতার স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রের খবর, তিনি দীর্ঘ দিন ধরে ম্যানিনজো-এনসেফ্যালাইটিসে ভুগছিলেন। গত বুধবার তাঁকে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে ভর্তি করা হয়। ভর্তির পর থেকেই তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। শুক্রবার ভোর রাতে তিনি মারা যান। পরিবার সূত্রের খবর, অসুস্থ থাকায় দু’সপ্তাহ ধরে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তারপরে তাঁকে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে নিয়ে যাওয়া হয়। তাঁর দেহ পিস হাভেনে রাখা হয়েছে। অস্ট্রেলিয়া থেকে তাঁর আত্মীয়রা এলে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।
২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পার্ক স্ট্রিটের একটি পাঁচ তারা হোটেলের পানশালায় তিন যুবকের সঙ্গে ওই মহিলার পরিচয় হয়েছিল। তাঁদের একজনের কথাতেই পরে তিনি রাত ২টো নাগাদ পানশালা থেকে বেরিয়ে বাড়ি ফেরার উদ্দেশে তাঁদের গাড়িতে ওঠেন। তাঁর অভিযোগ ছিল, মাঝ রাস্তায় মুখে বন্দুক ঢুকিয়ে তাঁকে ধর্ষণ করা হয়। ঘটনার পরে অভিযুক্ত কাদের খান-সহ পাঁচ জনের নামে চার্জশিট দায়ের করে পুলিশ। তবে কাদের খান এখনও পলাতক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy