পর্দা জুড়ে ছটফটে এক তন্বীর কলেজবেলা। ছড়ানো সবুজ মাঠে বিকেলবেলার রোদ। কিন্তু বন্ধুদের সঙ্গে তার আড়ি। বিকেলের গা ধুয়ে সন্ধ্যে দেওয়া সারা। সেই সন্ধিক্ষণে তন্বীরও বদলে যাওয়া শুরু। ডিনারে তার চাই মানুষের মাংস! চমকে উঠলেন? এটাই ব্রিটিশ পরিচালক হেনরি হবসনের প্রথম ছবি ‘ম্যাগি’র ট্রেলার।
এক অজানা রোগের শিকার টিনএজার ম্যাগি ধীরে ধীরে নরখাদকে পরিণত হয়। তার একমাত্র বন্ধু হয়ে আঙুল জড়িয়ে রাখেন বাবা। সব জেনে বুঝেও মেয়েকে আগলে রাখেন তিনি। এখানেই আপনার জন্য অপেক্ষা করছে দ্বিতীয় চমক। রিল লাইফে মস্তানিতে অভ্যস্ত আর্নল্ড সোয়াত্জেনেগর এই আসন্ন ছবিতে অভিনয় করেছেন এক স্নেহশীল পিতার ভূমিকায়।
‘কোনান’, ‘টারমিনেটর’, ‘কম্যান্ডো’র এই হলিউডি অ্যাকশন হিরোকে কমেডি চরিত্রেও দেখেছেন সিনেপ্রেমীরা। তবে ক্যালিফোর্নিয়ার প্রাক্তন গভর্নর ৬৭ বছরের এই প্রবীণ অভিনেতার কাছে ‘ম্যাগি’র বাবা হয়ে ওঠা ছিল চ্যালে়ঞ্জের। বৃহস্পতিবার নিউ ইয়র্কের ট্রাইবেকা ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটির প্রিমিয়ারে তিনি জানিয়েছেন, “প্রথম বার ছবির স্ক্রিপ্ট পড়ে আমি কেঁদে ফেলেছিলাম।” ‘কিন্ডারগার্টেন কপ’, ‘টুইনস্’, ‘জুনিয়র’-এর মতো জনপ্রিয় ছবির অভিনেতা তাঁর এই নতুন চরিত্র নিয়ে আশাবাদী।
‘ম্যাগি’-তে আর্নল্ডকে দেখা যাবে এক চাষির চরিত্রে। তাঁর মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন অ্যাবিগেইল ব্রেসলিন ও স্ত্রীর চরিত্রে ব্রিটিশ অভিনেত্রী জোয়েলি রিচার্ডসন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy