Advertisement
০৩ নভেম্বর ২০২৪

ধৌলা কুঁয়া গণধর্ষণে দোষী সাব্যস্ত ৫

২০১০ সালে দিল্লির ধৌলা কুঁয়ায় এক কলসেন্টার কর্মীকে গণধর্ষণে পাঁচ জনকে দোষী সাব্যস্ত করল আদালত। মঙ্গলবার এই রায় দেন দিল্লির এক আদালতের অতিরিক্ত দায়রা বিচারক বীরেন্দ্র ভট্ট। পুলিশ সূত্রে খবর, দোষীরা হল শামশাদ ওরফে খুটকন, উসমান ওরফে কালে, শাহিদ ওরফে ছোটা বিল্লি, ইকবাল ওরফে বড়া বিল্লি এবং কামরুদ্দিন ওরফে মোবাইল। আগামী শুক্রবার দোষীদের সাজা ঘোষণা করা হবে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৪ ১৬:৫৭
Share: Save:

২০১০ সালে দিল্লির ধৌলা কুঁয়ায় এক কলসেন্টার কর্মীকে গণধর্ষণে পাঁচ জনকে দোষী সাব্যস্ত করল আদালত। মঙ্গলবার এই রায় দেন দিল্লির এক আদালতের অতিরিক্ত দায়রা বিচারক বীরেন্দ্র ভট্ট। পুলিশ সূত্রে খবর, দোষীরা হল শামশাদ ওরফে খুটকন, উসমান ওরফে কালে, শাহিদ ওরফে ছোটা বিল্লি, ইকবাল ওরফে বড়া বিল্লি এবং কামরুদ্দিন ওরফে মোবাইল। আগামী শুক্রবার দোষীদের সাজা ঘোষণা করা হবে।

২০১০ সালের ২৪ নভেম্বর গণধর্ষণের শিকার হন দিল্লির এক কলসেন্টার কর্মী। উত্তর-পূর্বাঞ্চলের ওই ৩০ বছর বয়সী মহিলা পুলিশের কাছে অভিযোগে জানান, রাতের শিফট শেষ হওয়ার পরে বন্ধুর সঙ্গে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। সে সময় অভিযুক্তেরা তাঁকে অপহরণ করে দিল্লির মঙ্গলপুরী এলাকায় নিয়ে যায়। সেখানেই তাঁকে গণধর্ষণ করে একটি নির্জন রাস্তায় ফেলে পালায় তারা। অভিযোগকারিণীর বন্ধু পুলিশকে অপহরণের খবর দেন বলে চার্জশিটে জানিয়েছে পুলিশ। এর পরে অভিযুক্তদের হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়। এই গণধর্ষণের ঘটনার পরে রাজধানী এবং তার আশপাশের কলসেন্টারে কর্মরত মহিলাকর্মীদের নিরাপত্তা বাড়াতে বাধ্য হয় দিল্লি সরকার।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE