অল্পের জন্য একই দিনে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দু’টি এক্সপ্রেস ট্রেন। একটি হাওড়াগামী শতাব্দী এক্সপ্রেস এবং অন্যটি দিল্লিগামী পূর্বা এক্সপ্রেস।
রেল সূত্রে খবর, বুধবার দুপুরে ঝাড়খণ্ডের পাকুড়ে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী শতাব্দী এক্সপ্রেসের একটি কামরার নীচ থেকে হঠাত্ই ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা। সঙ্গে সঙ্গে চেন টেনে চালককে সতর্ক করা হয়। থেমে যায় ট্রেন। খবর দেওয়া হয় রেলের কারিগরী বিভাগের কর্মীদের। মেরামতির পর ট্রেনটি পাকুড় থেকে হাওড়ার দিকে রওনা দেয়।
পাকুড়ের স্টেশন সুপার বি কে দাস বলেন, “ফরাক্কা স্টেশন ছাড়ার পর ট্রেনটির ব্রেক অংশে ঘর্ষণের ফলে আগুনের ফুলকি ছড়াতে থাকে। ফলে ধোঁয়াও বেরোয়। ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।” ট্রেনটি ওই স্টেশনে মিনিট কুড়ি দাঁড়িয়ে ছিল বলে জানিয়েছেন রেলের ওই কর্মী।
অন্য দিকে, এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ দিল্লিগামী পূর্বা এক্সপ্রেসের দু’টি কামরার মাঝে আগুনের ফুলকি দেখা যায়। দুর্গাপুর স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। পরে শিয়ালদহ থেকে অন্য একটি কামরা নিয়ে যাওয়া হয়। কামরা বদলের পর ট্রেনটি ফের রওনা দেয় দিল্লির উদ্দেশে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy