উল্লাস! ইশান্তের আগুনে বোলিংয়ে সারা দিন এই ছবিই দেখা গেল লর্ডসে। ছবি: এপি।
লর্ডসের ক্রিকেটমঞ্চে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল ধোনিবাহিনী। পঞ্চম দিনে জেতার জন্য প্রয়োজনীয় ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে ১-০ এগোল ভারত। এই জয়ের ফলে কপিল দেবের পাশে রেকর্ড বইতে নিজের জায়গা করে নিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ১৯৮৬ সালে কপিলের নেতৃত্বেই প্রথম লর্ডস জয়ের স্বাদ পায় ভারতীয় ক্রিকেট দল। এখানে ১৭টি ম্যাচ খেলে দ্বিতীয় জয় পেল তারা। এর সঙ্গে সঙ্গেই ২৮ বছর পরে লর্ডসের মাটিতে টেস্ট জয়ের রেকর্ডও গড়ল ভারত।
সোমবারের এই জয়ের প্রধান কাণ্ডারী ছিলেন ইশান্ত শর্মা। মাত্র ৭৪ রানে ৭ উইকেট নিয়ে ভারতের জয়ের পথ সহজ করেন তিনি। স্মরণীয় ম্যাচে সেরাও হলেন তিনি। জো রুট এবং মইন আলির প্রতিরোধ ভেঙে যাওয়ার পরেই জয়ের গন্ধ পেতে শুরু করে ভারত। চা-বিরতির পরে মাত্র ৫০ রানে ৬ উইকেট হারায় অ্যালিস্টার কুকের ইংল্যান্ড। ৩১৯ রানের লক্ষ্যমাত্রা থেকে ৯৫ রান দূরেই থামতে হয় তাঁদের। এর ফলে গত নয় ম্যাচে সাতটিতেই পরাজিত হল কুকবাহিনী।
সংক্ষিপ্ত স্কোর
ভারত
২৯৫ ও ৩৪২
ইংল্যান্ড
৩১৯ ও ২২৩ (৮৮.২ ওভার)
৯৫ রানে জয়ী ভারত
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy