Advertisement
০৬ নভেম্বর ২০২৪

ভোট কিনতে টাকা বিলির অভিযোগ হুগলির বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা
চুঁচুড়া শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৪ ১৭:০০
Share: Save:

নির্বাচনের আগের দিন ভোট কিনতে টাকা বিলির অভিযোগ উঠল প্রার্থীর বিরুদ্ধে। অভিযোগের তির হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দন মিত্রের বিরুদ্ধে।

তৃণমূলের অভিযোগ, মঙ্গলবার চন্দনবাবু চুঁচুড়া স্টেশন লাগোয়া বাজার এলাকায় সাধারণ মানুষ ও হকারদের মধ্যে লিফলেটের সঙ্গে পাঁচশো টাকার নোট বিলি করছিলেন। তৃণমূল সমর্থক কয়েক জন হকার বিষয়টি দলীয় কর্মীদের নজরে আনেন। এর পরই সেখানে পৌঁছন তৃণমূলের প্রায় কয়েকশো কর্মী-সমর্থক। চন্দনবাবুকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। এর মধ্যেই তিনি গাড়িতে উঠে তার কাচ তুলে দেন। কিন্তু তাতেও থামেননি কর্মী-সমর্থকেরা। তাঁরা চন্দনবাবুর গাড়ির উপর কিল-চড়-ঘুষি মারতে থাকেন বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে হুগলির জেলাশাসক মনমীত নন্দা মহকুমা শাসককে পরিস্থিতি সামলাতে নির্দেশ দেন। পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সাহায্যে এসডিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তৃণমূলের তরফে এ বিষয়ে চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, আগামী কাল এই কেন্দ্রে নির্বাচন। তার আগে টাকা বিলি করে নির্বাচনী বিধি ভেঙেছেন বিজেপি প্রার্থী। বিষয়টি নির্বাচন কমিশনেও জানানো হয়েছে। তবে গোটা বিষয়টি হাস্যকর বলে অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। এ দিন তিনি জানান, বিজেপির ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই তৃণমূল চন্দন মিত্রের বিরুদ্ধে এই অভিযোগ করেছে। তাঁরাও নির্বাচন কমিশনকে এ বিষয়ে জানাবেন বলে জানিয়েছেন তিনি।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, পুলিশে এফআইআর করা হয়েছে। জেলাশাসকের কাছে ঘটনার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে বলে কমিশন সূত্রের খবর।

অন্য বিষয়গুলি:

chandan mitra bjp tmc
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE