Advertisement
E-Paper

২০২৫ সালের নেট পরীক্ষার দিন ঘোষণা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের

মোট ৮৫টি বিষয়ে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে।

UGC NET June 2025 Registration.

প্রতীকী ছবি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৫:১৭
Share
Save

চলতি বছরের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট)-এর দিন ঘোষণা করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। যদিও পরীক্ষার সূচি পরিবর্তিত হলেও হতে পারে। ২০২৫-এর ইজিজিসি নেট ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে।

এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা জুনিয়র রিসার্চ ফেলোশিপ অর্জন করবেন এবং পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে চাকরির সুযোগ পাবেন। এ ছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।

ইউজিসি এ বার মোট ৮৫টি বিষয়ে পরীক্ষা নেবে। পরীক্ষা কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। দেশের বিভিন্ন শহরের বাছাই করা কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন আগ্রহীরা। অনলাইনে একটি নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে তাঁদের আবেদন গ্রহণ করা হবে।

আবেদনের জন্য ১,১৫০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে। তবে অর্থনৈতিক ভাবে অনগ্রসর, ওবিসি গোষ্টীর প্রার্থীদের জন্য ৬০০ টাকা এবং তফশিলি জাতি-উপজাতিভুক্ত এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৩২৫ টাকা আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে।

অনলাইনে আগ্রহীরা ৭ মে পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন। আবেদনমূল্য জমা দেওয়ার শেষ দিন ৮ মে। আবেদনপত্রের ত্রুটি সংশোধনের জন্য ৯ মে থেকে ১০ মে পর্যন্ত পোর্টাল চালু রাখা হবে। এই বিষয়ে বিশদ জানতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) বা ‘ইউজিসিনেট’ শীর্ষক ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}