ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ)-র দ্বিতীয় দফার পরীক্ষায় দেশের মধ্যে প্রথম বীরভূমের ইমন ঘোষ। তিনি এনডিএ-এর ২০২৪ তো বটেই, নাভাল অ্যাকাডেমি এগজ়ামিনেশনেও সর্বোচ্চ নম্বর পেয়েছেন। ৭৯২ জনের মধ্যে মোট ১৮০০ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর ১০৮৪। যদিও নিজের ফলাফল জানার পর বন্ধুরা কেমন রেজ়াল্ট করল, তা নিয়ে বেশি চিন্তা ছিল ইমনের।
বাবা উজ্জ্বলকুমার ঘোষ ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার। বাবার সূত্রে ছোট থেকেই প্রতিরক্ষার প্রতি আগ্রহ ইমনের। হরিয়ানার কুঞ্জপুরার সৈনিক স্কুল, দেহরাদূনের রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজে পড়াশোনা। একই সঙ্গে, পড়াশোনার পাশাপাশি, বাস্কেটবল, ফুটবল খেলা হোক, কিংবা গিটার বাজানো, ক্যানভাসে ড্রয়িং থেকে শুরু করে ড্রয়িংরুম ডিবেট— সবেতেই ইমন সমান ভাবে পারদর্শী। এনডিএ পরীক্ষা দেওয়ার পর ইমনের পরিবারের আশা ছিল, ছেলে ১ থেকে ১০-এর মধ্যে থাকবে।

এনডিএ পরীক্ষায় দেশের সেরা বাংলার ইমন ঘোষ। ছবি: সংগৃহীত।
ইমনের মা গার্গী ঘোষ জানান, তাঁর স্বামী পাঠানকোটে থাকাকালীন ছেলের ফাইটার জেট নিয়ে আগ্রহ বাড়তে থাকে। ১৮ বছরে পা দেওয়ার আগেই তিনি ফ্লাইং অফিসার হওয়ার সিদ্ধান্ত নেন। তিনি আরও বলেন, “স্বামীকে দেখে মন শক্ত করতে হত। প্রথমে ছেলের সিদ্ধান্ত নিয়ে অনেক দ্বন্দ মনে এলেও ধীরে ধীরে ছেলেই আমাকে উৎসাহ দিয়েছে। আমি ভীষণ খুশি ওর এই সাফল্যে।”
জুন মাসের শেষে কিংবা জুলাই মাসের শুরুতে ইমনদের ব্যাচের মহারাষ্ট্রের পুণের খড়কওসলাতে ট্রেনিং শুরু হবে। সেখানেই তিন বছরের জন্য স্থল, বিমান ও নৌবাহিনীর ক্যাডারদের প্রশিক্ষণ চলবে। এর পর ইমন ফ্লাইং অফিসারের প্রশিক্ষণ নেওয়ার জন্য হায়দরাবাদে পাড়ি দেবেন। আপাতত কিছু দিন বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চান ইমন।
ইমনের এই সাফল্যে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, “জেনে খুব আনন্দিত এবং গর্ব হচ্ছে, যে আমাদের বীরভূমের ছেলে ইমন ঘোষ ইউপিএসসি আয়োজিত ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির পরীক্ষা ২০২৪-এ প্রথম হয়েছে। সদ্যই রেজ়াল্ট প্রকাশিত হয়েছে এবং বোলপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত হাবিলদারের কিশোর ছেলে এই সাফল্য আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছে।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে শুভেচ্ছা জানিয়েছেন।