রাজারহাটের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের একাধিক বিষয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি সে সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের জন্য বিশ্ববিদ্যালয়ে তরফে স্নাতকোত্তরে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে। এর জন্য সমগ্র আবেদন প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত বিষয়ে স্নাতকোত্তর কোর্সে ভর্তি হওয়া যাবে, সেগুলি হল— বাণিজ্য বা কমার্স, ইংরেজি, অর্থনীতি, মাস কমিউনিকেশন, সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স এবং আইন বা ল’। সমস্ত কোর্সের মেয়াদ দু’বছর।
কোর্সগুলিতে আবেদনের জন্য বয়সের কোনও ঊর্ধ্বসীমা ধার্য করা হয়নি। সমস্ত বিষয়ের জন্যই পড়ুয়াদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম তিন বছরের স্নাতক কোর্সে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া, প্রতি বিষয়ে ভর্তির আবেদনের জন্য যোগ্যতার পৃথক মাপকাঠির কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:
বিভিন্ন কোর্সে প্রবেশিকা পরীক্ষা বা ইন্টারনেট বেসড টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাই করে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। আগামী ১৬, ১৭ এবং ১৮ মে বিভিন্ন বিষয়ের প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হবে। পরীক্ষার সময়সীমা দু’ঘণ্টা। নির্ধারিত দিনগুলিতে সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত পরীক্ষা হবে।
আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ১০০০ টাকা। আবেদনের শেষ দিন আগামী ১২ মে। বাছাই পড়ুয়াদের নাম ঘোষণা করা হবে ২২ মে। ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে ৪ থেকে ১০ জুনের মধ্যে। এই বিষয়ে সবিস্তার জানতে পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।