গবেষণাধর্মী কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ। এই মর্মে সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, প্রকল্পটির রাজ্য সরকারের অর্থপুষ্ট। প্রকল্পে অস্থায়ী ভাবে চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে। এর জন্য ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
প্রতিষ্ঠানের মাইক্রোবায়োলজি বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পটির নাম— ‘ফিঙ্গারপ্রিন্টিং অফ অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন অফ দ্য ভেনমস অফ দ্য ডমিনেন্ট কিলার স্নেকস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ডেভেলপমেন্ট অফ পিওসিটি ফর ডায়গনোসিস অফ অ্যাকিউট এনভেনোমেশন কেসেস’। প্রকল্পটি রাজ্য সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি (ডিএসটিবিটি)-র অর্থ সহায়তায় পরিচালিত হবে।
প্রকল্পে নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো পদে। শূন্যপদ একটি। প্রথমে এই পদে ছ’মাসের চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। পরে প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়িয়ে দু’বছর পাঁচ মাস পর্যন্ত করা হতে পারে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ২৮ বছর। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ২৫,০০০ টাকা।
আবেদনকারীকে বায়োলজিক্যাল সায়েন্স বা সমতুল বিষয়ে স্নাতকোত্তর বা ভেটেরেনারি সায়েন্সে স্নাতক হতে হবে। এ ছাড়াও যোগ্যতার বেশ কিছু মাপকাঠি ধার্য করা হয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২৮ ফেব্রুয়ারি। এর পর বাছাই প্রার্থীদের লিখিত/ অ্যাপ্টিটিউড পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে। ইন্টারভিউ হবে আগামী ৮ মার্চ সকাল ১০টা থেকে। ওই দিন প্রার্থীকে আবেদনপত্র-সহ অন্যান্য নথিও সঙ্গে রাখতে হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।