ফের রক্তাক্ত পহেলগাঁও। মঙ্গলবার জঙ্গি হামলার পরে ত্রস্ত গোটা দেশ। এই পরিস্থিতিতে বার বার উঠে আসছে ‘দ্য কাশ্মীর ফাইল্স’ ছবির প্রসঙ্গ। এই ছবি নিয়েও এক সময়ে বিতর্ক হয়েছে বিস্তর। এ বার সেই ছবির অভিনেতা দর্শন কুমার পহেলগাঁও নিয়ে মুখ খুললেন। পহেলগাঁও-এর ঘটনায় তিনিও আতঙ্কিত।
‘দ্য কাশ্মীর ফাইল্স’ ছবিতে যা দেখানো হয়েছে, সেটা বাস্তবে ঘটতে দেখা খুব যন্ত্রণাদায়ক, মত দর্শনের। পহেলগাঁও-এ গুলি চালানোর আগে ধর্ম পরিচয় জানতে চেয়েছিল জঙ্গিরা। এই প্রসঙ্গে দর্শন বলেছেন, “পহেলগাঁও-এর ঘটনা শুনে আমি ভেঙে পড়েছি। অত্যন্ত আহত হয়েছি। ঘটনার ভিডিয়োগুলি দেখার শক্তি পর্যন্ত নেই আমার মধ্যে। খুবই যন্ত্রণাদায়ক। নিরীহ পর্যটকেরা পরিবার ও সন্তানদের নিয়ে বেড়াতে গিয়েছিলেন মাত্র। তাঁরা ভেবেছিলেন, ভাল স্মৃতি তৈরি করবেন।”
তিনি আরও বলেন, “মুহূর্তের মধ্যে, সন্ত্রাসবাদীরা এই নিরীহ মানুষগুলির প্রাণ কেড়ে নিল। বিধ্বংসী বললেও কম বলা হবে।” ‘দ্য কাশ্মীর ফাইল্স’ ছবির শুটিং করতে কাশ্মীরে গিয়েছিলেন দর্শন কুমার। সেই সময়ে কাশ্মীরের স্থানীয় মানুষ সহযোগিতা করেছিলেন বলে জানান তিনি। দর্শন বলেন, “ওদের দৈনন্দিন জীবনেও এর প্রভাব পড়তে চলেছে। ওঁরা শান্তি, অগ্রগতি আর সুনিশ্চিত একটি ভবিষ্যৎ চান। এই হামলা কিন্তু কেবল নিরীহ মানুষের উপরে নয়। এই হামলা কাশ্মীরের মানুষ ও তাঁদের শান্তির উপরেও প্রভাবে ফেলবে। কাশ্মীর উন্নত হতে শুরু করেছিল। কিন্তু এই ঘটনা আবার অন্ধকার নিয়ে এল। তাই আমি মনে করি, দেশ হিসেবে এই সন্ত্রাসের বিরুদ্ধে এক হওয়া উচিত আমাদের।”
আরও পড়ুন:
এর পরেই ‘দ্য ‘কাশ্মীর ফাইল্স’ ছবি সম্পর্কে তিনি বলেন, “কাশ্মীরের মানুষের প্রতিবাদে সরব হওয়া উচিত। সন্তানের ভবিষ্যতের জন্য সন্ত্রাসের বিরোধিতা করা উচিত। ছবিতে আমরা এমনই হৃদয়বিদারক ঘটনা দেখিয়েছিলাম। বাস্তবে এমন ঘটনার পুনরাবৃত্তি দেখে সত্যি খারাপ লাগছে। যথেষ্ট হয়েছে। এ বার এর প্রতিবাদ করতে হবে। কাশ্মীরে শান্তি ও মানবতাবাদকে সুরক্ষিত করতে হবে।”
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
১৯:১০
সীমান্তে উত্তেজনার আবহে সমস্ত বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিকাঠামো ঘুরে দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী -
১৯:০৬
ফতেহ্ ক্ষেপণাস্ত্রে ব্রহ্মস ঘাঁটি উড়িয়ে দিয়েছে পাকিস্তান? ‘ভুয়ো খবর’, ছবিতে প্রমাণ দিল ভারত -
১৮:৩৫
শতাধিক সন্ত্রাসবাদী খতম, ধ্বংস ন’টি জঙ্গিঘাঁটি! পাকিস্তান এবং অধিকৃত কাশ্মীরে অভিযানে আর কী কী সাফল্য, জানাল সেনা -
১৭:৩৩
পাকিস্তান সংঘর্ষবিরতি লঙ্ঘন করলেই পাল্টা আঘাত! পশ্চিম সীমান্তের কমান্ডারদের ‘পূর্ণ ক্ষমতা’ দিলেন সেনাপ্রধান -
১৬:৪৪
ভারত-পাক সংঘর্ষবিরতিতে স্বস্তিতে লগ্নিকারীরা, সোমবার ফের ‘ষাঁড়ের দৌড়’ দেখবে সেনসেক্স-নিফটি?