প্যাকেজিং ইঞ্জিনিয়ার হওয়ার প্রশিক্ষণ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং। এই প্রতিষ্ঠানের তরফে অনলাইনে এক বছরের একটি সার্টিফিকেট কোর্স করানো হবে। এই কোর্সের মাধ্যমে প্যাকেজ ডিজ়াইন এবং ডেভেলপমেন্ট সংক্রান্ত খুঁটিনাটি বিষয় শেখাবেন বিশেষজ্ঞরা।
এই কোর্সটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রিন্টিং টেকনোলজি, প্যাকেজিং টেকনোলজি, পলিমার ইঞ্জিনিয়ারিং, ফুড টেকনোলজি, বায়ো টেকনোলজি, কেমিক্যাল টেকনোলজি, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, পেপার ইঞ্জিনিয়ারিং, প্লাস্টিকস টেকনোলজি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকরা করার সুযোগ পাবেন।
আরও পড়ুন:
কোর্সের ক্লাস অনলাইনে করানো হবে। ক্লাসের সময় সন্ধ্যে সাতে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত। জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত তিনটি সিমেস্টারের মাধ্যমে কোর্স সম্পূর্ণ হবে। ক্লাসের পাশাপাশি, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং চলবে। এ ছাড়াও অংশগ্রহণকারীদের প্রজেক্ট রিপোর্ট, ডিসার্টেশন, প্রেজ়েন্টেশন জমা দিতে হবে। কোর্স সম্পূর্ণ হওয়ার পর সার্টিফিকেট পাবেন।
রেজিস্ট্রেশন ফি হিসাবে ৫৯০ টাকা, অ্যাডমিশন ফি হিসাবে ১৪,৭৫০ টাকা জমা দিতে হবে। অনলাইনে আগ্রহীরা আবেদন জানাতে পারবেন। অনলাইনে আবেদনের শেষ দিন ৩০ মে। অফলাইনে ২০ জুন পর্যন্ত আবেদন পাঠাতে পারবেন। ক্লাস শুরু হবে ৭ জুলাই। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারবেন।