Advertisement
০৬ নভেম্বর ২০২৪
IIEST Recruitment 2024

আইআইইএসটি শিবপুরে গবেষণামূলক কাজের সুযোগ, নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে

নিযুক্ত ব্যক্তির সাম্মানিক হবে মাসে ১৮ হাজার টাকা। এ ছাড়াও মিলবে বাড়িভাড়া বাবদ ভাতা।

IIEST Shibpur

আইআইইএসটি, শিবপুর। সংগৃহীত ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১৮:২৯
Share: Save:

দেশের রাস্তাঘাটে ইলেক্ট্রিক যানবাহনের ব্যবহার নিয়ে গবেষণাধর্মী কাজ হবে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)-তে। বুধবার প্রতিষ্ঠানের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, কেন্দ্রীয় সংস্থার অর্থপুষ্ট এই প্রকল্পের জন্যই কর্মী প্রয়োজন। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ওই প্রকল্পের কাজ হবে। যার নাম— ‘ইমপ্যাক্ট অ্যান্ড স্যুটেবিলিটি অফ ইলেক্ট্রিক ভেহিকলস টু ইন্ডিয়ান রোডস’। এতে অর্থ সহায়তা দেবে কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (সার্ব)।

প্রকল্পে নিয়োগ হবে সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে। শূন্যপদ রয়েছে একটি। প্রকল্পে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে দু’বছর। আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। নিযুক্ত ব্যক্তির সাম্মানিক হবে মাসে ১৮ হাজার টাকা। এ ছাড়াও মিলবে বাড়িভাড়া বাবদ ভাতা।

আবেদনকারীদের সিভিল/ ইলেক্ট্রনিক্স/ কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক-এ ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি, ডেটা এন্ট্রি অপারেশন, ডিজিটাল প্রোডাক্টিভিটি বা এমএস অফিস ম্যানেজমেন্টে কোনও ‘স্কিল সার্টিফিকেট’ থাকাও জরুরি।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২১ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পরে ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদের জন্য যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়া হবে। এই বিষয়ে সবিস্তার জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE