কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
স্নাতকোত্তরে ভর্তির জন্য আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তরফে আবারও পোর্টাল চালু করা হল। সোমবার এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি সবিস্তার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, ২০২৪-’২৫ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে দ্বিতীয় বার ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। যা শুরু হবে মঙ্গলবার থেকেই।
পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ে এমএ/ এমএসসি/ এমকম/ এমবিএ/ এমসিএ/ এলএলএম/ এমএসডব্লিউ কোর্সে ভর্তির সুযোগ পাবেন। যে সমস্ত বিষয়ে স্নাতকোত্তরের এই কোর্সগুলি করা যাবে, সেগুলি হল— অ্যানিমাল সায়েন্স, অ্যাপ্লায়েড সাইকোলজি, বাংলা, রসায়ন, কনজ়ারভেশান বায়োলজি, ইংরেজি, এডুকেশন, ভূগোল, অ্যাপ্লায়েড জিওলজি, জিওইনফরমেটিক্স, হিন্দি, ইতিহাস, আইন, গণিত, দর্শন, পদার্থবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, উর্দু, প্রাণীবিদ্যা, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সোশ্যাল ওয়ার্ক, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন এবং সংস্কৃত।
বাংলায় স্নাতকোত্তরে ভর্তির আবেদন জানাতে পড়ুয়াদের সংশ্লিষ্ট বিষয়ে অনার্স নিয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও যোগ্যতার ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে। তবে এলএলএম, এমএসডবিউ, এমবিএ কোর্স ছাড়া বাকি কোর্সে আবেদনের জন্য পড়ুয়াদের ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
পড়ুয়াদের স্নাতকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিভিন্ন কোর্সে ভর্তি নেওয়া হবে। তবে এমএসডব্লিউ এবং এমবিএ কোর্সে ভর্তির জন্য আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকা পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে।
স্নাতকোত্তরের ৮০ শতাংশ আসন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পড়ুয়াদের জন্য সংরক্ষিত রাখা হবে। বাকি ২০ শতাংশ আসনে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। কোনও আবেদনমূল্য নেই। আগামী ১১ নভেম্বর আবেদনের শেষ দিন। প্রবেশিকা এবং ইন্টারভিউয়ের আয়োজন করা হবে ১৩ নভেম্বর। এর পরে ১৯ নভেম্বর মেধাতালিকা প্রকাশ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy