মাধ্যমিকের পর এ বার সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (জেইই) মেন-এও নজর কাড়লেন বাংলার মেয়ে। ২০২৩-এর মাধ্যমিকে প্রথম, তার পর রাজ্যের মধ্যে সর্বভারতীয় স্তরে জেইই মেন-এও প্রথম হলেন পূর্ব বর্ধমানের কাটোয়ার দেবদত্তা মাঝি। দেশের মধ্যে তাঁর র্যাঙ্ক ২৭৫। সেই র্যাঙ্কের নিরিখেই রাজ্যের মধ্যে প্রথম হয়েছেন তিনি। দুর্গাদাসী চৌধুরী গার্লস হাই স্কুলের পড়ুয়া দেবদত্তা। মাধ্যমিকে ৭০০ নম্বরের পরীক্ষায় তিনি পেয়েছিলেন ৬৯৭ নম্বর। যা শতাংশের নিরিখে ৯৯.৫৭।
দেবদত্তার মা তাঁর স্কুলেরই শিক্ষিকা, বাবা আসানসোলের একটি কলেজের অধ্যাপক। বাড়িতে সব সময়েই পড়াশোনার জন্য কঠোর পরিশ্রম করেন তিনি। দেবদত্তার মা জানিয়েছেন, মাধ্যমিক দিয়েছেন যে স্কুল থেকে, সেখান থেকেই উচ্চ মাধ্যমিক দিচ্ছেন তিনি। প্রতি দিন প্রায় ১০-১২ ঘণ্টা করে পড়াশোনা করেন। বাংলা এবং ইংরেজির শুধু গৃহশিক্ষক রয়েছেন। বাকি সমস্তটাই অনলাইনে।
আরও পড়ুন:
দেবদত্তা বলেন, ‘‘আমি সারা বছর উচ্চ মাধ্যমিক নিয়ে অতখানি প্রস্তুতি নিইনি। বেশির ভাগ সময়টাই জয়েন্টের পরীক্ষার জন্যই তৈরি করেছি নিজেকে।’’
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি পর্বের জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (জেইই) মেন- এর ফল প্রকাশ করল জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা এনটিএ। পরীক্ষা শেষের ১২ দিনের মাথায় প্রকাশিত হল ফলাফল। এ বছর জেইই মেন-এর জানুয়ারি পর্ব বা প্রথম পর্বের পরীক্ষা হয়েছিল ২২ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১৩ লক্ষ। উত্তীর্ণদের মধ্যে মেয়েদের থেকে ছেলেদের সংখ্যা বেশি। পরীক্ষায় ১০০ পার্সেন্টাইল নিয়ে উত্তীর্ণ হয়েছেন মোট ১৪ জন। যার মধ্যে ১৩ জন ছাত্র এবং ১ জন ছাত্রী। ৯০ পার্সেন্টাইলের বেশি নম্বর পেয়েছেন ৪৪ জন পরীক্ষার্থী।