গবেষণাধর্মী কাজের জন্য কর্মী নিয়োগ করবে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। গুজরাতের ইন্ডিয়ান ইনস্টিটউট অফ টিচার এডুকেশন (আইআইটিই) আয়োজিত প্রকল্পে কাজ করতে হবে। শুরুতে ১০ মাস থাকবে প্রকল্পটিতে কাজের মেয়াদ। প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হবে। প্রতি মাসে ১৩,৫০০ টাকা সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শিক্ষা/ সমাজবিজ্ঞান/ ইতিহাস/ ভূগোল বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। যদি কম্পিউটারের কাজ (এমএস অফিস, ডেটা এন্ট্রি) জানা থাকে, তা হলে অগ্রাধিকার মিলবে। প্রার্থীর বয়স ৩৯ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও পড়ুন:
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ৫ মে বেলা ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। কী কী নথি সঙ্গে রাখা প্রয়োজন, তা জানতে প্রথমে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকেই এই বিষয়ে যাবতীয় তথ্য ও শর্তাবলি জানা যাবে।