Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
BTech

বাংলায় বিটেক ইঞ্জিনিয়ারিং করার পর কোথায় চাকরির বেশি সুযোগ? জেনে নিন খুঁটিনাটি

এই প্রতিবেদনে বিটেক ইঞ্জিনিয়ারিং কোর্সের খুঁটিনাটি আলোচনা করা হল।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ১৫:০৭
Share: Save:

ব্যাচলর অফ টেকনলজি (বিটেক) ইঞ্জিনিয়ারিং চার বছরের স্নাতক ডিগ্রির কোর্স। এই ডিগ্রি অর্জন করার পর এক জন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার হিসাবে নিজের কর্মজীবন শুরু করতে পারেন। এই প্রতিবেদনে বিটেক ইঞ্জিনিয়ারিংকোর্সের খুঁটিনাটি আলোচনা করা হল।

যোগ্যতা

বিটেক পড়ার জন্য শিক্ষার্থীদের পদার্থ বিজ্ঞান, রসায়ন এবং গণিত-- এই তিনটি বিষয় দ্বাদশ শ্রেণিতে থাকা বাঞ্ছনীয়। বিজ্ঞান বিষয় নিয়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে দ্বাদশ শ্রেণিতে। পলিটেকনিকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স করেও শিক্ষার্থীরা বিটেক করতে পারেন।

বিটেক কলেজে ভর্তির জন্য বিভিন্ন ধরনের প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে ভারত জুড়ে। নিচে বিস্তারিত আলোচনা করা হল।

  • জেইই মেইন
  • জেইই অ্যাডভ্যান্সড
  • ন্যাশনাল লেভেল ইঞ্জিনিয়ারিং এন্ট্রাস এগজাম
  • স্টেট লেভেল ইঞ্জিনিয়ারিং এন্ট্রাস এগজাম
  • ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজাম (ডবলুবিজেইই)
  • উত্তর প্রদেশ স্টেট এন্ট্রাস এগজাম
  • বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স অ্যাডমিশন টেস্ট
  • ইনস্টিটিউট অফ স্পেসিফিক ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এগজাম
  • ভিআইটি ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এগজাম

বিটেক ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ক্ষেত্র রয়েছে। নিচে প্রতিটি বিভাগের উল্লেখ করা হল।

  • সিভিল ইঞ্জিনিয়ারিং
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • এরোস্পেস ইঞ্জিনিয়ারিং
  • বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং

এ ছাড়াও ব্যাচলর অফ টেকনলজি কোর্সের মধ্যে আরও অনেক বিভাগ রয়েছে।

পশ্চিমবঙ্গে কোন কোন কলেজে পড়ানো হয় বিটেক

  • আইআইটি খড়গপুর
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়
  • আইআইইএসটি শিবপুর
  • এনআইটি দুর্গাপুর (ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি)
  • হেরিটিজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, কলকাতা

এগুলি ছাড়াও আরও অনেক প্রতিষ্ঠানে বিটেক কোর্স করানো হয়। বিটেক কলেজে ভর্তির জন্য শিক্ষার্থীকে দ্বাদশ শ্রেণি পাশের পর প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মেধা তালিকার ভিত্তিতে শিক্ষার্থীদের কাউন্সেলিং এর জন্য ডাকা হয়। কাউন্সেলিং-এ পাশের পর শিক্ষার্থীরা মেধা অনুয়ায়ী ভর্তি হতে পারেন বিটেক কলেজে। সাধারণত ৮টি সেমিস্টারে ভাগ করা ৪ বছরের কোর্স এটি।

পাশ করার পর চাকরির সুযোগ

বিটেক পাশ করার পর শিক্ষার্থীদের প্রতিষ্ঠান থেকে শংসাপত্র দেওয়া হয়। শিক্ষার্থীর বিভাগ অনুয়ায়ী কাজের সুযোগ রয়েছে। রাজ্যে সরকারি চাকরির সুযোগও রয়েছে বিটেক পাশের পর। পাশাপাশি রেলওয়ে, পঞ্চায়েত সংক্রান্ত ক্ষেত্রগুলিতেও চাকরির সুযোগ রয়েছে।

অন্য বিষয়গুলি:

BTech chemical engineering Mechanical Engineering Civil Engineers Job Recruitment Kolkata West Bengal Govt Education Institutions
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy