Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Editorial News

পঞ্চায়েত ভোটের দিনক্ষণ, প্রশ্ন ফাঁসে ক্ষোভ এবং আরও খবর

পড়ে নিন আজ সকালের শিরোনামগুলি। সঙ্গে চোখ রাখুন বাকি খবরগুলোতেও

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৮ ০৭:০০
Share: Save:

ঘোষণা হয়ে গেল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। ভোট হবে তিন দফায়— ১, ৩ এবং ৫ মে। ফলপ্রকাশ হবে ৮ মে। রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিংহ শনিবার এ কথা জানিয়েছেন।

প্রাথমিক ভাবে পাঁচ দফায় ভোট চেয়েছিল কমিশন। কিন্তু রাজ্য এক দফায় ভোটের প্রস্তাব দেয়। সে ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা যাবে না বুঝতে পারার পরে তিন দফা ভোটে রাজি হয় রাজ্য। তবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখনও নারাজ রাজ্য। তারা পুলিশ দিয়েই ভোট করাতে চায়। কিন্তু কী ভাবে সেই বাহিনী মোতায়েন হবে, তা চূড়ান্ত হয়নি।

অন্য দিকে, প্রশ্ন ফাঁস আর নতুন পরীক্ষার দিনক্ষণ নিয়ে অসন্তুষ্ট সিবিএসই-র ছাত্রছাত্রীরা নেমে এলেন রাস্তায়। আর ‘শুধু দিল্লি-হরিয়ানায় প্রশ্ন ফাঁস হয়ে থাকতে পারে’ বলে কেন্দ্রীয় সরকার দাবি করলেও এই ঘটনায় ঝাড়খণ্ডে গ্রেফতার করা হল ১২ জনকে।

এই খবরগুলিই রয়েছে আজ সকালের শিরোনামে। পড়ে নিন বাকি খবরগুলোও...

• ‘ভোটের দিন জামাইও যেন গ্রামে ঢুকতে না পারে!’

জামাইরা সাবধান। পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই আরও অনেকের সঙ্গে জামাইদের সতর্ক করলেন দিলীপ ঘোষ। বললেন, ‘‘অন্য এলাকার লোক তো বটেই, এমনকি ভোটের দিন গ্রামের জামাইও যাতে গ্রামে ঢুকতে না পারে সেদিকে কড়া নজর রাখতে হবে।’’ সবিস্তার পড়তে ক্লিক করুন

• আসানসোল গিয়েই ছাড়লেন নাছোড় রাজ্যপাল!

গত বুধবার থেকে তিনি প্রতিদিন নবান্নের কাছে আসানসোল-রানিগঞ্জে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছিলেন। দু’বার নবান্ন সরাসরি রাজভবনকে জানিয়ে দেয়, পুলিশ এখন ওখানে আইনশৃঙ্খলা সামলাতে ব্যস্ত। সবিস্তার পড়তে ক্লিক করুন

• এপ্রিলেই মোদী-হাসিনা বৈঠক হতে পারে লন্ডনে

এপ্রিলের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কূটনৈতিক সূত্রের খবর, চোগাম (কমনওয়েলথ হেড অব গভর্নমেন্ট মিটিং) সম্মেলনের ফাঁকে তাঁদের মধ্যে একটি বৈঠকের জন্য তৎপরতা শুরু করেছে দু’পক্ষ। সবিস্তার পড়তে ক্লিক করুন

• কলঙ্কিত নায়কের স্ত্রী এখন দুষছেন নিজেকে

ডেভিড ওয়ার্নারের স্ত্রী ক্যানডিস মুখ খুলেছেন। অস্ট্রেলীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘‘ওয়ার্নারের এই অবস্থার জন্য আমিই দায়ী। যা ভেবে আমি শেষ হয়ে যাচ্ছি।’’ কেন? সবিস্তার পড়তে ক্লিক করুন

• ইমামকে কুর্নিশ রাহুলের

আসানসোলের নুরানি মসজিদের সেই ইমাম মৌলানা ইমদাদুল রশিদি-কে আজ কুর্নিশ জানালেন রাহুল গাঁধী। সবিস্তার পড়তে ক্লিক করুন

অন্য বিষয়গুলি:

Morning News Wrap
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE