Advertisement
E-Paper

দুনিয়া ডায়েরি: হংকংয়ের ধনকুবেরের বন্দরের কাল হল শেষ?

লি কা-শিংকে ‘বিশ্বাসঘাতক’ তকমা দিয়েছে বেজিংয়ের মুখপত্র হিসাবে পরিচিত সংবাদপত্র। তবে, হংকংয়ের কোনও নাগরিককে নিজের সম্পত্তি বেচার জন্য বেজিংয়ের অনুমতি নিতে হবে কেন, সে প্রশ্নের উত্তর নেই।

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ০৭:১৬
Share
Save

খাল কেটে তিমি আনলেন লি কা-শিং? হংকংয়ের ধনীতম ব্যক্তি, বয়স ৯৬ বছর। দুনিয়া জুড়ে অনেক বন্দরের মালিকানা তাঁর সংস্থা সি কে হাচিসন লিমিটেডের। এ বার প্রায় ২২০০ কোটি ডলার দামে বেচে দিতে চাইছেন মোট ৪৩টি বন্দরের মালিকানা। সেই বন্দরের তালিকায় রয়েছে পানামা খালের দু’প্রান্তের দু’টি বন্দর— বলবোয়া আর ক্রিস্টোবল। কিনতে আগ্রহী ব্যবসায়ীদের একটি গোষ্ঠী, যার প্রধান আমেরিকার সংস্থা ব্ল্যাক রক। এই বেচা-কেনায় বিক্রিতে চিনের আপত্তি প্রবল। কারণ, আমেরিকার নৌবাণিজ্যের পথ হিসাবে পানামা খাল খুবই গুরুত্বপূর্ণ। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিস্তর ঝগড়া চলছে বেজিংয়ের। এই অবস্থায় পানামার দুটো বন্দরের মালিকানা হাতছাড়া হয়ে আমেরিকার দখলে যাওয়ার সম্ভাবনায় চিন মর্মান্তিক চটেছে। লি কা-শিংকে ‘বিশ্বাসঘাতক’ তকমা দিয়েছে বেজিংয়ের মুখপত্র হিসাবে পরিচিত সংবাদপত্র। তবে, হংকংয়ের কোনও নাগরিককে নিজের সম্পত্তি বেচার জন্য বেজিংয়ের অনুমতি নিতে হবে কেন, সে প্রশ্নের উত্তর নেই।

বিতর্কিত: পানামা খালের দক্ষিণ প্রান্তে অবস্থিত বলবোয়া বন্দর।

বিতর্কিত: পানামা খালের দক্ষিণ প্রান্তে অবস্থিত বলবোয়া বন্দর। ছবি: রয়টার্স।

আড়ি আড়ি

উপনিবেশ নাহয় ছিল এক কালে। তা বলে এখনও ছড়ি ঘোরাবে নাকি! বেলজিয়ামের সঙ্গে সম্প্রতি কূটনৈতিক সম্পর্ক ছেদ করল রুয়ান্ডা। রাজধানী কিগালি থেকে বেলজিয়ামের কূটনীতিবিদদের দু’দিনের মধ্যে পাততাড়ি গোটানোর নির্দেশ এসেছে। ঝগড়ার মূলে রুয়ান্ডার সঙ্গে পড়শি দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো-র আঞ্চলিক সংঘর্ষ। পূর্ব আফ্রিকার এই রাষ্ট্রটির দাবি, এই বিষয়ে মিথ্যাচার করে তাদের অস্থিতিশীল করার চেষ্টা করছে ইউরোপীয় রাষ্ট্রটি। যদিও বেলজিয়ামের অভিযোগ, কঙ্গোর খনিজ সম্পদ লুট করে এবং পূর্ব কঙ্গোয় সেনা পাঠিয়ে ঝামেলা পাকাচ্ছে রুয়ান্ডাই। এ দিকে আমেরিকা এবং রাষ্ট্রপুঞ্জও জানিয়েছে, আঞ্চলিক সংঘর্ষে কঙ্গোর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহী দল এম২৩-কে মদত দিচ্ছে রুয়ান্ডা। ব্রিটেন এবং জার্মানি ইতিমধ্যেই তাদের সাহায্যের মাত্রা কমিয়ে পদক্ষেপ করেছে কিগালি-র বিরুদ্ধে। এর উপরে বেলজিয়ামের চাপে ইউরোপিয়ান ইউনিয়নও তাদের উপর কিছু নিষেধাজ্ঞা জারি করায় আরও চটেছে রুয়ান্ডা।

খ্যাতির বিড়ম্বনা

দক্ষিণ চিনের অজ গ্রামে ছানাপোনা সমেত মা-বাবা, ধোপদুরস্ত কোম্পানিবাবুরা ঘুরছেন-ফিরছেন আর অবাক বিস্ময়ে শুধোচ্ছেন, হ্যাঁ গা, এ-ই সেই গাঁ? এই বাড়িতে জন্মেছে আমাদের চিনেকুলতিলক? ‘ডিপসিক’ এআই-এর জনক লিয়াং ওয়েনফেং-এর গ্রাম আচমকা মহাতীর্থ। এখানে না থাকুন, লোকে এসে ছুঁয়ে দেখছে তাঁর বাড়ি, ইস্কুল, স্মারক হিসাবে নিয়ে যাচ্ছে গ্রামের মাটি, পাথর, গাছের পাতাও! গাঁয়েরও চেহারা ফিরেছে রাতারাতি: চওড়া রাস্তা, সুষ্ঠু নিকাশি, মেরামতিতে ঝকঝকে বাড়িঘরে। কেউ কেউ বিরক্তও, যেমন লিয়াং-এর দাদু। তিনি বাড়ির সদর দরজা খুলছেনই না মোটে। নাতির খ্যাতির বিড়ম্বনা!

গোবরে ‘পাওয়ারফুল’

গোবর জাপানিদের কাছে মহামূল্যবান, যা থেকে চমৎকার বিকল্প শক্তি তৈরি করা যায়। জাপানের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হোক্কাইডোতে আছে দশ লক্ষেরও বেশি গরু, সারা দেশের অর্ধেক দুধ ও দুগ্ধজাত পণ্যের জোগানদার তারাই। জমা হয় অন্তত দু’শো লক্ষ টন গোবরও। তা দিয়ে কী হবে? জাপান সরকার গোবর-গোমূত্র জড়ো করছে, বিশেষ ব্যবস্থায় তা ব্যাক্টিরিয়া দিয়ে ভেঙে তৈরি হচ্ছে বায়োগ্যাস, তা থেকেই নানা পথ ঘুরে ক্রমে হাইড্রোজেন। কার্বন-নিরপেক্ষ, চমৎকার পরিবেশবান্ধব ‘সাসটেনেবল এনার্জি’। তা দিয়েই ঘুরবে চাকা, চলবে গাড়ি ট্রেন বিমান জাহাজ, গরম থাকবে বাড়ি। জাপানি গোমাতার সাফল্যে ভারত উদ্বুদ্ধ হবে নাকি?

স্বচ্ছ: গোবর থেকে হাইড্রোজেন জ্বালানি।

স্বচ্ছ: গোবর থেকে হাইড্রোজেন জ্বালানি।

কাঠবিড়ালীর কাণ্ড

“কাঠবিড়ালী কাঠবিড়ালী পেয়ারা তুমি খাও?... বিড়াল বাচ্চা, কুকুর ছানা তাও?” এত দিন জানা ছিল, ছোট্ট প্রাণীটি বাদাম, ঘাসেতেই খুশি। কিন্তু,ক্যালিফোর্নিয়ার পার্কে দেখা গেল, ওরাও শিকারির জাত, কুঁচো ইঁদুর মেরে খাচ্ছে। এলাকার ৪২% কাঠবিড়ালী মুখে রক্ত মেখে ঘুরছে। তৃণভোজী মাংস খাচ্ছে, এ কি সিনেমার জ়োম্বি-প্রলয়ের অশনিসঙ্কেত? বিজ্ঞানীরা বলছেন ওরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ওস্তাদ। ওদের আস্তানাতে মানুষের পদক্ষেপের জেরে পরিবেশ পাল্টাচ্ছে, টিকে থাকতে ওরাও রুচি বদলাচ্ছে। অর্থাৎ মানুষের বাড় যত বাড়বে, প্রকৃতি ততই দ্বিগুণ বেগে চমকাবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

London Diary Delhi Diary

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}