প্রচন্ড গরম। তাই প্রথমেই মাথায় রাখতে আরামের কথা।
এখন হ্যান্ডলুমের যুগ। তাই পয়লা বৈশাখের সাজে অবশ্যই প্রথমেই আসবে হ্যান্ডলুম, তাঁত বা কটনের মতো হাল্কা ফ্যাব্রিক। সিল্ক বা ভারী শাড়ি আমি এড়িয়ে চলতে বলবো।
সিল্ক পরতে চাইলে বিকেলের দিকে হাল্কা খাদি সিল্ক পরতে পারেন।
সিন্থেটিক কোনও ভাবেই চলবে না।
রঙের ক্ষেত্রেও আমি বলবো এমন রং বাছুন যেগুলো উজ্জ্বল, অথচ গরমে আরাম দেয়। যেমন হালকা কমলা, হালকা মিলিটারি সবুজ বা হালকা হলুদ গরমের জন্য খুব ভাল। রাতের দিকে লাল বা হালকা গোল্ডেনও পরতে পারেন, কিন্তু ফ্যাব্রিকটা যেন সুতি হয়। দিনের বেলা বিস্কিট, শ্লেট, সাদা, লেমন ইয়েলো, লেমন গ্রিন পরতে পারেন, আইস ব্লু বা অফ হোয়াইট পরতে পারেন। সঙ্গে ম্যাচ করে বা কম্বিনেশন করে যেমন ব্লাউজই পরুন না কেন সেটাও যেন হালকা হয়। যেমন আইস ব্লু শাড়ির সঙ্গে হোয়াইট বা বেজ রঙের ব্লাউজ কম্বিনেশন করে পরতে পারেন।
ব্লাউজের ফ্যাব্রিকের ক্ষেত্রেও কিন্তু একই কথাই মাথায় রাখতে হবে। একটা জ্যাকেট বা সিল্কের ব্লাউজ পরে নিলেন যাতে আপনাকে দেখেই ভীষণ গরম লাগছে সেটা যেন না হয়। এমন ফ্যাব্রিক পরতে হবে যাতে ত্বক নিশ্বাস নিতে পারে। গরমে কটন বা মলমলের ব্লাউজই আমি পরতে বলবো। এই সময় বেশি লম্বা হাতা ব্লাউজ না পরাই ভাল। কিন্তু কেউ যদি রোদে ট্যান হওয়ার ভয়ে ফুলস্লিভ ব্লাউজ পরতে চান তা হলেও কিন্তু ফ্যাব্রিক যেন অবশ্যই সুতি বা মলমল হয়।
যারা শাড়ি পরতে চান না তারা পালাজো, লং স্ট্রেট কুর্তি বা প্যান্টস, ম্যাক্সি ড্রেস যা খুশি পরতে পারেন, কিন্তু ফ্যাব্রিক হবে সেই সুতিই। এমন কোনও ফ্যাব্রিক পরবেন না যেটা ঘেমে গায়ের সঙ্গে লেগে যায়। কোনও অনুষ্ঠান বা আড্ডায় গিয়ে আপনার গা থেকে দুর্গন্ধ বেরোলে কিন্তু আপনি নিজে বা অন্য কেউই স্বচ্ছন্দ বোধ করবেন না। রঙের কথাও আগেই বলেছি। ধরুন লাল একটা পালাজো পরলেন, সঙ্গে কুর্তিটা হল শ্লেট রঙের, একটা লাল ওড়না নিয়ে নিলেন। চুলটা হয়তো সাইড করে বাঁধলেন, একটা ছোট বিন্দি পরলেন। সঙ্গে হালকা গয়না, হালকা মেকআপ। সন্ধে বেলা লিপস্টিকটা একটু গাঢ় লাগাতে পারেন।
ছেলেরাও কিন্তু একই কথা মাথায় রাখবেন। কটন টি শার্ট, কটন কুর্তি, কটন প্যান্টস বা লিনেন প্যান্টস পরুন গরমে। জ্যাকেট না পরাই ভাল। তবে যদি পরতে চান তা হলে লাইলিং ছাড়া হালকা সামার জ্যাকেট পরুন। আর সবচেয়ে বড় কথা মোজাটা যেন সুতির হয়। অনেক ছেলেই নাইলন বা সিন্থেটিকের মোজা পরেন। এটা কিন্তু গরেম একেবারেই এড়িয়ে চলুন। পয়লা বৈশাখের দিন যদি কুর্তি পরতে চান তা হলে শর্ট কুর্তির সঙ্গে পাতিয়ালা পরতে পারেন। তবে ছেলেদের জন্য আমার সবচেয়ে পছন্দের সামার লুক হল অ্যাঙ্কল লেংথ পালাজোর সঙ্গে লং কুর্তা। সঙ্গে একটা সুন্দর চশমা পরে নিতে পারেন। রঙের ক্ষেত্রে মেয়েদের মতোই একই শেড ফলো করুন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy