Advertisement
১৭ সেপ্টেম্বর ২০২৪
চিত্রকলা ও ভাস্কর্য ২

জীবনের আনন্দ এবং বিষাদ

পল্লবকান্তি মিত্র দীর্ঘ দিন চর্চার মধ্য দিয়ে বিমূর্ত চিত্রের একটি নিজস্ব প্রকাশভঙ্গি তৈরি করেছেন। তাঁর ছবি পূর্বপরিকল্পিত নয়। অনেকটাই স্বতঃ উৎসারিত। অ্যাকাডেমিতে সম্প্রতি অনুষ্ঠিত হল তাঁর ত্রয়োদশ একক প্রদর্শনী।

মৃণাল ঘোষ
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৪ ০০:২০
Share: Save:

পল্লবকান্তি মিত্র দীর্ঘ দিন চর্চার মধ্য দিয়ে বিমূর্ত চিত্রের একটি নিজস্ব প্রকাশভঙ্গি তৈরি করেছেন। তাঁর ছবি পূর্বপরিকল্পিত নয়। অনেকটাই স্বতঃ উৎসারিত। অ্যাকাডেমিতে সম্প্রতি অনুষ্ঠিত হল তাঁর ত্রয়োদশ একক প্রদর্শনী। এবারের প্রদর্শনীতে ছিল ২০টি ছবি ক্যানভাস ও কাগজের উপর অ্যাক্রিলিকে আঁকা। প্রেক্ষাপটে বর্ণের বিন্যাসে সাঙ্গীতিক অনুষঙ্গ রয়েছে। তার ভিতরই ছন্দিত বিভঙ্গে সরলীকৃত জঙ্গম অবয়ব বিন্যস্ত হয়। এই দুইয়ের মেলবন্ধনে গড়ে উঠেছে তাঁর চিত্রীয় পরিমণ্ডল, যা দিয়ে উদ্ভাসিত হয়েছে এই জীবনের আনন্দ ও বিষাদ।

প্রদর্শনী

চলছে

তাজ বেঙ্গল: সমর বসাক কাল শেষ।

বিড়লা অ্যাকাডেমি: রামানুজ শেখর, হরেন ঠাকুর প্রমুখ কাল শেষ।

অ্যাকাডেমি: অভিনন্দন বড়ুয়া, কল্যাণ চৌধুরী প্রমুখ কাল শেষ।

রশ্মি নুয়াল ৭ এপ্রিল পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

painting exhibition mrinal ghosh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE