Advertisement
০৩ নভেম্বর ২০২৪

ইনফোকমের থিম এ বার শিল্পোদ্যোগ

‘ইনফোকম ২০১৪’ শুরু হচ্ছে আজ, ৪ ডিসেম্বর। অনুষ্ঠানের উদ্বোধন করছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। এ নিয়ে ১৩ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে ইনফোকম। এ বার সম্মেলনের ‘থিম’ বা মূল বিষয়বস্তু ‘অন্ত্রেপ্রেনরশিপ’, অর্থাৎ শিল্পোদ্যোগ। তথ্যপ্রযুক্তি জগতের এই রাজসূয় যজ্ঞে একাধিক আলোচনাসভা এই মূল থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই আয়োজন করা হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৪ ০১:৪৮
Share: Save:

‘ইনফোকম ২০১৪’ শুরু হচ্ছে আজ, ৪ ডিসেম্বর। অনুষ্ঠানের উদ্বোধন করছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

এ নিয়ে ১৩ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে ইনফোকম। এ বার সম্মেলনের ‘থিম’ বা মূল বিষয়বস্তু ‘অন্ত্রেপ্রেনরশিপ’, অর্থাৎ শিল্পোদ্যোগ। তথ্যপ্রযুক্তি জগতের এই রাজসূয় যজ্ঞে একাধিক আলোচনাসভা এই মূল থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই আয়োজন করা হচ্ছে। ফেসবুক, হোয়াটস -অ্যাপ, ফ্লিপকার্ট, মেক মাই ট্রিপ-এর মতো স্টার্ট-আপ সংস্থার সাফল্য শুধু দূর থেকে দেখেই সন্তুষ্ট থাকছে না বর্তমান প্রজন্ম। নিজেদের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে নতুন ব্যবসা শুরু করতে এগিয়ে আসছে তারা। দেশের আর্থিক উন্নয়ন ও তুলনামূলক ভাবে সহজলভ্য পুঁজি নতুন উদ্যোগপতিদের উৎসাহী করছে। এই নতুন প্রবণতাকে গুরুত্ব দিতেই ইনফোকমের এ বারের থিম বেছে নেওয়া হয়েছে।

৬ ডিসেম্বর পর্যন্ত চলবে আলোচনা-সভা। বিভিন্ন দেশ ও সংস্থা থেকে ১২০০ প্রতিনিধি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। বক্তার সংখ্যা ৭৫। ইনফোকমে থাকছে ‘এথিকাল হ্যাকিং’ নিয়ে আলোচনাও। কারণ ভারতে মোবাইল ও ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে নেটজগতেও বাড়ছে নিরাপত্তাজনিত সমস্যা।

পাশাপাশি, মিলনমেলা প্রাঙ্গণে প্রদর্শনী চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। দেড় লক্ষ বর্গ ফুট জায়গা জুড়ে ১০০টি সংস্থার স্টল রয়েছে। ২০ হাজার মানুষ প্রদর্শনী দেখতে আসবেন বলে আশা। টেলিকম, সফটওয়্যার, মোবাইল, বৈদ্যুতিন পণ্যের মেলা বসবে এখানে।

অন্য বিষয়গুলি:

infokom keshari nath tripathi theme industrial
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE