গোয়ায় আকরিক লোহা খননের উপর ১৮ মাস আগে জারি হওয়া নিষেধাজ্ঞা সোমবার তুলে নিল সুপ্রিম কোর্ট। তবে রাজ্যে আকর উৎপাদনের ঊর্ধ্বসীমা বছরে ২ কোটি টনে বেঁধে দিয়েছে তারা। যাতে ফের মাথাচাড়া দিতে না-পারে বেআইনি খনন।
ভারতে গোয়াই সর্বাধিক আকরিক লোহা রফতানিকারী রাজ্য। কিন্তু খনন ঘিরে সেখানে এক বড়সড় কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে আসার পর দেশ জুড়ে বিতর্ক দানা বাঁধে। সে সময় কেন্দ্র নিযুক্ত বিচারপতি এম বি শাহ কমিশনের রিপোর্টে দাবি করা হয়েছিল, কেলেঙ্কারির পরিমাণ ছুঁয়েছে ৩৫ হাজার কোটি টাকা। আর তার পরই ২০১২-র ৫ অক্টোবর এক অন্তর্বর্তী নির্দেশে ওই রাজ্যে আকরিক লোহা উৎপাদন ও রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে সর্বোচ্চ আদালত। যার জেরে ইতিমধ্যেই ওই খনিজটি রফতানির খাতে বড় আয় হারিয়েছে ভারত।
এ দিন সর্বোচ্চ আদালতের বেঞ্চ নিষেধাজ্ঞা তোলা ও ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার পাশাপাশি জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের এক কিলোমিটারের মধ্যে কোনও রকম খননের কাজ করা যাবে না বলেও জানিয়েছে। সেই সঙ্গে গোয়া সরকার এবং কেন্দ্রীয় পরিবেশ ও বনমন্ত্রকের প্রতি তাদের নির্দেশ, রাজ্যে খননের সমস্ত কাজকর্মে নিয়ম মানা হচ্ছে কিনা সে বিষয়ে কড়া নজর রাখতে হবে। অন্তত তত দিন, যত দিন না এ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি তাদের চূড়ান্ত রিপোর্ট জমা না-দেয়।
এ দিন ওই সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর। এই রায়ে খুশি খনন শিল্পমহলও। তবে গোয়া মাইনিং ফ্রন্টের আহ্বায়ক সুহাস নায়েক-এর দাবি, “খননের কাজ ফের পুরোদমে চালু করতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে একত্রে দ্রুত পদক্ষেপ করতে হবে।” বিশেষত যখন গোয়ায় বর্ষা আসতে আর বেশি দেরি নেই। ওই রাজ্যের শিল্প মহলের আশা, শুধু খনন নয়, শীর্ষ আদালতের এই রায়ে সার্বিক ভাবেই চাঙ্গা হবে গোয়ার অর্থনীতি। বাড়বে কাজের সুযোগও।
সুপ্রিম কোর্টের এই নির্দেশে খুশি বিভিন্ন খনন সংস্থার শেয়ারে লগ্নিকারীরাও। এ দিন ভারতের বৃহত্তম আকরিক লোহা খননকারী সংস্থা সেসা স্টারলাইটের শেয়ার দর বেড়েছে ৪.৭৮%।
সংশ্লিষ্ট মহলের অনেকে অবশ্য ২ কোটি টনের ঊর্ধ্বসীমা কম বলে মনে করছেন। যদিও একই সঙ্গে তাদের এটাও প্রশ্ন যে এই মুহূর্তে ওই ২ কোটি টনেরই বা চাহিদা তৈরি হবে কিনা। বিশেষত যখন তার বৃহত্তম রফতানি বাজার চিনেই চাহিদা পড়তির দিকে। তা ছাড়া, পরিবেশ বাঁচাতে সক্রিয় হওয়া চিন গোয়ার তুলনায় নীচু মানের আকরিক লোহা কিনবে কিনা, প্রশ্ন থাকছে তা নিয়েও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy