বিভিন্ন রাজ্যে সংগঠন গড়ার পথে এগোচ্ছেন তথ্যপ্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত কর্মীরা। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তামিলনাড়ুতে এই প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি শিল্প ক্ষেত্রের কর্মীরাও ইউনিয়ন গড়ার প্রস্তুতি শুরু করেছেন। বর্তমানে ‘ফোরাম ফর আইটি এমপ্লয়িজ’ বা ফাইট নামে একটি মঞ্চ রয়েছে। আপাতত দেশ জুড়ে এই মঞ্চের সদস্য সংখ্যা ৬০০। কলকাতায়ও বেশ কিছু কর্মী সদস্য হয়েছেন।
ফাইট-এর এক মুখপাত্রের অভিযোগ, তথ্যপ্রযুক্তি শিল্পে বেআইনি ভাবে ছাঁটাই, পদোন্নতির ক্ষেত্রে অনিয়ম থেকে শুরু করে অতিরিক্ত সময় কাজ করানোর মতো ঘটনা ঘটে। কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদ করার জায়গা নেই। কারণ এই শিল্পের কর্মীরা তেমন সঙ্ঘবদ্ধ নন। সেই ঘাটতি মেটাতেই ফাইট-এর মতো মঞ্চ গড়া হয়েছে। এখন এই মঞ্চের চরিত্র অনেকটাই সোশ্যাল নেটওয়ার্কের মতো। অধিকার নিয়ে লড়াই করার পাশাপাশি কাজের জায়গায় নিজেদের দক্ষতা বাড়াতেও তারা কাজ করছে। প্রতি নিয়ত বদলে যাওয়া প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে কর্মীদের সাহায্যও করা হবে, দাবি ফাইট-এর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy