Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Vodafone

জিও এবং এয়ারটেলকে টেক্কা দিতে ভোডাফোনের নতুন অফার

দিওয়ালির পর থেকে একের পর এক ধামাকা দিয়ে যাচ্ছে রিলায়্যান্স জিও। বাজার ধরে রাখতে সেই সঙ্গে পাল্লা দিচ্ছে এয়ারটেলও। তবে দু’জনকেই টেক্কা দিতে ভোডাফোন এ বার নিয়ে এল নতুন অফার। কী কী রয়েছে জানতে চোখ রাখুন গ্যালারির পাতায়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৭ ১৯:১০
Share: Save:
০১ ০৬
০২ ০৬
ভোডাফোন নিয়ে এল নতুন ৩৪৯ টাকার প্রিপেড প্ল্যান। জিও এবং এয়ারটেলকে টক্কর দিতে নতুন অফার আনছে এই টেলিকম সংস্থা।

ভোডাফোন নিয়ে এল নতুন ৩৪৯ টাকার প্রিপেড প্ল্যান। জিও এবং এয়ারটেলকে টক্কর দিতে নতুন অফার আনছে এই টেলিকম সংস্থা।

০৩ ০৬
৩৪৯ টাকা দিয়ে রিচার্জ করালে এ বার প্রতি দিন মিলবে দেড় জিবি করে ৩জি ইন্টারনেট ডেটা। এই অফার প্রযোজ্য থাকবে ২৮ দিন পর্যন্ত।

৩৪৯ টাকা দিয়ে রিচার্জ করালে এ বার প্রতি দিন মিলবে দেড় জিবি করে ৩জি ইন্টারনেট ডেটা। এই অফার প্রযোজ্য থাকবে ২৮ দিন পর্যন্ত।

০৪ ০৬
নতুন এই প্যাকে কথা বলা যাবে বিনামূল্যে। আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলের সুবিধা মিলবে কোনও রকম রোমিং ছাড়াই।

নতুন এই প্যাকে কথা বলা যাবে বিনামূল্যে। আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলের সুবিধা মিলবে কোনও রকম রোমিং ছাড়াই।

০৫ ০৬
চলতি মাসের শুরুতেই ৪৫৮ টাকা এবং ৫০৯ টাকার আরও দু’টো প্রিপেড প্ল্যান নিয়ে আসে ভোডাফোন। দু’টো প্ল্যানেই প্রতি দিন পাওয়া যাবে এক জিবি করে ইন্টারনেট ডেটা। তা ছাড়া আনলিমিটেড কল এবং ফ্রি এসএমএসের সুবিধা। প্ল্যান দু’টি ভ্যালিড থাকবে যথাক্রমে ৭০ দিন এবং ৮৪ দিন পর্যন্ত।

চলতি মাসের শুরুতেই ৪৫৮ টাকা এবং ৫০৯ টাকার আরও দু’টো প্রিপেড প্ল্যান নিয়ে আসে ভোডাফোন। দু’টো প্ল্যানেই প্রতি দিন পাওয়া যাবে এক জিবি করে ইন্টারনেট ডেটা। তা ছাড়া আনলিমিটেড কল এবং ফ্রি এসএমএসের সুবিধা। প্ল্যান দু’টি ভ্যালিড থাকবে যথাক্রমে ৭০ দিন এবং ৮৪ দিন পর্যন্ত।

০৬ ০৬
সম্প্রতি এয়ারটেলও ৩৪৯ টাকার একটি অফার নিয়ে এসেছে। যাতেও মিলবে প্রতিদিন দেড় জিবি ইন্টারনেট ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা। এ বার একই অফার নিয়ে এল ভোডাফোনও।

সম্প্রতি এয়ারটেলও ৩৪৯ টাকার একটি অফার নিয়ে এসেছে। যাতেও মিলবে প্রতিদিন দেড় জিবি ইন্টারনেট ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা। এ বার একই অফার নিয়ে এল ভোডাফোনও।

Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE