Advertisement
০১ জানুয়ারি ২০২৫
UPI Payment

‘তৃতীয় পক্ষে’র শক্তি বৃদ্ধি, বর্ষশেষে ইউপিআই লেনদেনের নিয়মে বড় বদল করল আরবিআই

এত দিন পেটিম বা গুগল পে ওয়ালেটে ইউপিআইয়ের মাধ্যমে টাকা লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার মোবাইল অ্যাপ্লিকেশনের প্রয়োজন হত। বর্ষশেষে সেই নিয়ম পাল্টে দিল আরবিআই।

UPI payment for PPI via 3rd party applications is allowed by RBI

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৯
Share: Save:

‘ইউনিফায়েড পেমেন্টনস্ ইন্টারফেস বা ইউপিআই’-এর নিয়মে বড় বদল আনল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। ‘প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট বা পিপিআই’ ব্যবহারকারীদের তৃতীয় পক্ষের (থার্ড পার্টি) ইউপিআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে লেনদেনের অনুমতি দিয়েছে দেশের শীর্ষ ব্যাঙ্ক।

চলতি বছরের ৫ এপ্রিল ‘ডেভলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি পলিসি’র বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে আরবিআই। আট মাসের মাথায় এ বার সেটিকে কার্যকর করা হল। এতে মোবাইল ওয়ালেট এবং ইউপিআই ইকোসিস্টেমের মধ্যে ব্যবধান কমবে বলে জানিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক।

উল্লেখ্য, পিপিআইয়ের মধ্যে রয়েছে পেটিএম, ফোনপে ওয়ালেট এবং অ্যামাজ়ন পে ওয়ালেট। আর তৃতীয় পক্ষের ইউপিআই অ্যাপ হল গুগল পে বা ফোন পে। আরবিআইয়ের নতুন নিয়মে, তৃতীয় পক্ষের অ্যাপ দিয়ে পিপিআইতে টাকার লেনদেন করতে পারবেন গ্রাহক।

এত দিন পর্যন্ত ইউপিআই পেমেন্ট সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা তৃতীয় পক্ষের কোনও অ্যাপ্লিকেশনের সাহায্যে করার সুযোগ দিয়েছিল আরবিআই। পিপিআই থেকে সমস্ত গ্রাহক ইউপিআই পেমেন্ট করতে পারতেন না। এর জন্য পিপিআই প্রদানকারী সংস্থার দেওয়া মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হত। নতুন পদ্ধতি সেই সমস্যা পুরোপুরি মিটল বলে জানিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক।

শুক্রবার, ২৭ ডিসেম্বর এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে রিজ়ার্ভ ব্যাঙ্ক। সেখানে উদাহরণের সাহায্যে বিষয়টিকে ব্যাখ্যা করা হয়েছে। ধরা যাক, কোন ব্যক্তি পেটিম বা গুগল পে ওয়ালেটে টাকা লেনদেন করতে চাইছেন। এর জন্য তাঁর কাছে সংশ্লিষ্ট সংস্থার ইউপিআই অ্যাপ থাকতে হবে, এমনটা নয়। যে কোনও ইউপিআই অ্যাপের মাধ্যমে ওই লেনদেন করতে পারবেন তিনি।

অন্য বিষয়গুলি:

UPI UPI Rules UPI Apps RBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy