ব্রিটেনে টাটা স্টিলের ইস্পাতের র়ড তৈরির শাখা কিনে নিতে মার্কিন শিল্পপতি গ্যারি ক্লেচ সংস্থাটির সঙ্গে চূড়ান্ত কথা চালাচ্ছেন বলে এক সংবাদ মাধ্যম সূত্রে খবর। ব্রিটেন ছাড়াও ফ্রান্স, জার্মানি ও আমেরিকায় শাখাটির কারখানা আছে। বিশ্বজুড়ে ইস্পাতের চাহিদায় ভাটা ও তাই ব্যবসা তলানিতে ঠেকায় টাটারা তা বেচতে চাইছে।
উল্লেখ্য, ১৯৯০-এ স্যুইৎজারল্যান্ডে ক্লেচ গোষ্ঠী গড়ার পরে রাসায়নিক, ধাতু ও তেলের ব্যবসার হাত ধরে তাকে ৫০০ কোটি ইউরোর সাম্রাজ্যে পরিণত করেন গ্যারি ক্লেচ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy